November 24, 2024, 12:14 am
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনিত হয়েছেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং তানোর উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মনোনিত হয়েছেন কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী। জানা গেছে, বিশ্ব পরিবার পরিকল্পনা দিবসে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ তাদের এই সম্মানে ভুষিত করা হয়েছে। এদিকে ২১ জুলাই বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ে সেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে সনদপত্র গ্রহণ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী।এদিন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এক অনুষ্ঠানে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা স্বরুপ এ সনদপত্র তুুলে দেন।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ সনদপত্র প্রদান করা হয়। চেয়ারম্যান ময়না উপজেলায় শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখেন। এছাড়াও একই অবদান রাখেন ইউপি চেয়ারম্যান বাবু চৌধুরী।তানোরে এই দুই চেয়ারম্যান মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম দিবসে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ রাজশাহীর তানোরকে সেরা উপজেলা পরিষদ ও কলমাকে সেরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়।তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, রাজশাহী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পরামর্শে পুরো উপজেলায় মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে সব ধরণের পরিকল্পনা বাস্তবায়ন পরিচালনা করা হয়। এই সনদের অর্জন গোটা তানোর উপজেলাবাসির। কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী বলেন, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয় আমাদের অভিভাবক। তিনি বলেন, এমপি মহোদয়ের পরামর্শক্রমে ইউপিতে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম সফল করতে নানা উদ্যোগ নেয়া হয়। তিনি তার এই অর্জন কলমাবাসিকে উৎসর্গ করেন।