কেন্দুয়ায় খেলার মাঠ রক্ষার দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নে বাইলশিমুল খেলার মাঠে নির্মাণ করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর।
অপরদিকে শতবর্ষী বলাইশিমুল মাঠটি রক্ষার দাবীতে এলাকাবাসী করছেন দফায় দফায় আন্দোলন।

শতবর্ষী বলাইশিমুল মাঠটি রক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি হিসেবে শুক্রবার (২২ জুলাই) বিকালে আবারো বিক্ষোভ সমাবেশ করেছেন বলাইশিমুলবাসী।

স্থানীয় বলাইশিমুল গ্রামের হাবীবুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও ময়মনসিংহ ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ছৈয়দ রায়হান উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফিরোজ, কিশোরগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, শিক্ষক সাজেদুর রহমান সেলিম, কিশোর পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী লোকমা সৃজন সহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আশ্রয়ণ প্রকল্পও হোক, আবার খেলার মাঠটিও অক্ষত থাকুক। অর্থাৎ অন্য কোনো স্থানে যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

এদিকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম শুক্রবার রাতে বলেন, এখানে ১ একর ৮৭ শতাংশ জমি ওই খেলার মাঠের ৭৬ শতাংশ জায়গা স্থানীয়দের অবৈধ দখলে ছিল। সেই জায়গা দখলমুক্ত করা হয়েছে।
এছাড়া ২৩ ঘরের পরিবর্তে মাঠের দুইপাশে ১৯টি ঘর নির্মাণ করা হবে। যার ফলে আশ্রয়ণের ঘর নির্মাণে মাঠের কোনো ক্ষতি হবে না।

তিনি আরো বলেন, জেলা প্রশাসক এবং মুখ্য সচিব মহোদয়ের মাধ্যমে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি এখানেই আশ্রয়ণের ঘর নির্মাণের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন বলেও তিনি সাংবাদিকদের জানান।

হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *