December 26, 2024, 7:41 pm
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় জামালী কাফেলা বাংলাদেশ এর উদ্যােগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে রনবাঘা শান্তি জামে মসজিদের খতিব মুফতি শাহ্ জামাল উদ্দিন রাব্বানীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ঢাকার মাও. আব্দুল খালেক শরীয়তপুরী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের মাও. ফরহাদুজ্জামান মাহদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিরুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মিলন, ইউপি সদস্য কুরবান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো. এমরান আলী রানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি।।