পাইকগাছায় অপরিকল্পিত ভাবে নদীর মাঝখান দিয়ে শহর রক্ষা বাঁধঃ জমি দখল নিয়ে মাছ চাষ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
খুলনার পাইকগাছায় শহর রক্ষার নামে নদীর মাঝখান দিয়ে বাঁধ দিতে না দিতেই বিশাল বিশাল খন্ড খন্ড দখল হয়ে গেছে। শুরু করেছে চিংড়ী- মাছ মাছ।
পাইকগাছা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিবসা নদী। শিববাটী ব্রীজ থেকে হাড়িয়া নদী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ভরাট হয়ে গেছে। ভাটার সময় কোথাও পানি থাকে না। এ সুযোগে নদীর দু-ধার দিয়ে ইতোমধ্যে বিশাল এলাকা দখল হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধি পেলে পৌরসভার কিছু নিচু এলাকায় পানি উঠে।এজন্য দাবী উঠেছে শহর রক্ষা বাঁধের। কয়েক মাস আগে পাইকগাছা পৌর কতৃপক্ষ শহর রক্ষা ব্াঁধের পরিকল্পনা গ্রহন করে। সরকারের অনুমতি ছাড়াই নদীর কুলে বাঁধ না দিয়ে অপরিকল্পিত ভাবে শিবসা ব্রিজ থেকে থানা পর্যন্ত ৯ ‘শ মিটার নদীর মাঝখান দিয়ে বাঁধ তুলেছে। ফলে শ’শ বিঘা জমি বাঁধের বাইরে পড়েছে।যা ইতোমধ্যে একটি ভুমি দখল চক্র খন্ডে খন্ডে বেঁধে দখল করেছে। যেখানে শুরু করেছে চিংড়ি বা মাছ চাষ। কেউ কেউ তৈরী করছে স্থাপনা। এব্যাপরে পাইকগাছা উপজেলা নাগরিক অধিকার ববাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল বলেন, সরকারের অনুমতি ছাড়াই অবৈধভাবে শহর রক্ষা বাঁধ দেয়ার নামে নদী দখল করা হচ্ছে। এখন নদী সংকীর্ণ হওয়ায় পৌরবাসী আরোও দ্রুত তলিয়ে যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু বলেন, এটা সাময়িক বাঁধ। জমি দখলের কথা স্বীকার করে তিনি বলেন, তাদের নিষেধ করা হয়েছে। একবার তাদের বাঁধও কেটেও দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,অবৈধভাবে সরকারী সম্পত্তি দখলের কোন সুযোগ নেই। আমি শুনেছি এবং এবাপারে তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *