মোংলায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা যুবলীগের সভাপতির জন্মদিন পালিত

মোংলা প্রতিনিধি।।
মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার’র জন্মদিনে কেক কেটে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করেছেন নেতা কর্মিরা। বৃহস্পতিবার (২১ জুলাই)
সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্যোগে মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়ায় আনন্দ উৎসব উদ্দীপনার মধ্যো দিয়ে মো. ইস্রাফিল হাওলাদার’র ৪০ তম জন্মদিন পালন করা হয়। এ সময় যুবলীগ নেতা মো. ইস্রাফিল হাওলাদার প্রথমেই সকলের কাছে দোয়া কামনা করেন। এবং নেতাকর্মীদের উৎসব মুখর আয়োজন করায় আবেগে আপ্লূত হয়ে নেতাকর্মীদের ও ইউনিয়ন বাসীদের আনন্দঘন মূহুর্তটি উৎস্বর্গ করেন। কেক কাটা অনুষ্টানে সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, মিঠাখালী আওয়ামীলীগের সভাপতি বাবু প্রিতিশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক মে. জাহাঙ্গীর হাওলাদার, মোংলা পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আরিফ ফকির, ইউপি সদস্য শাহিন সরদার, সাবেক ইউপি সদস্য সজল মন্ডল, মো. ওহিদুজ্জামান, মো. ইনামুল শেখ, মো. ওবায়দুল শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মো.ইস্রাফিল হাওলাদার বলেন, আজ মানুষের যে ভালোবাসা পেলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সবার ভালোবাসা পেয়ে আমি অভিভূত। যতদিন বেঁচে থাকব ততদিন আজকের স্মৃতি আমাকে প্রেরণা দেবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *