January 15, 2025, 5:10 am
রিদয় হোসেন সদর, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট সদর থানা এলাকা হতে ১০০(একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় ১৮-০৭-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, পিপিএম, এসআই(নিঃ)মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউপির অন্তর্গত চকপাহুনন্দা গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ি মেইন গেটের সামনে হতে ১০০ (একশত)পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোঃ ছানোয়ার হোসেন(৪৫), পিতা-মোঃ আঃ গফুর, সাং-চকপাহুনন্দা, থানা ও জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বের ১টি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। ধৃত আসামী সদর থানার ১ নাম্বার বিটের ৮নং মাদকের তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী।