রাণীশংকৈল পৌরসভার উন্নয়নের আরেক ধাপ আধুনিক ডাম্পিং স্টেশন

এস আর মানিক.রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
কেনা হলো পৌরসভার নামে জমি নির্মাণের জন্য করা হচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন। পৌর নির্বাচনের দেড় বছরে নাগরিক সেবা পেয়ে খুশিতে আত্বহারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর বাসি।
পৌর এলাকার ময়লা আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার। আবর্জনা রিসারপ্লিং করে ডাম্পিং স্টেশনে ক্রমন্বয়ে তৈরি হবে তেল ও গ্যাস। পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে পৌর কাউন্সিলর , কর্মকর্তা , কর্মচারীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র মোস্তাফিজুর রহমান। যেখানে কর্মকর্তা-কর্মচারীদের ৩ বছরের বেতন বকেয়া ছিল, তা ১বছরের বকেয়া বেতন দিয়ে প্রতিমাসের বেতন প্রতিমাসে পরিশোধ করা হচ্ছে। এখন প্রতিদিন করা হচ্ছে শহর পরিস্কার, রয়েছে লাইটিংয়ের ব্যবস্থা, চলছে ৯টি উন্নয়ন মূলক প্রকল্পের কাজ। সরকারের ভিজিএফ, টিসিবি, বয়স্কভাতা,বিধবা ভাতাও প্রতিবন্ধিভাতা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না পৌরবাসিকে।
এ প্রসঙ্গে কথা হয় পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সাথে তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে বৃষ্ঠির পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যাবস্থা বাড়াতে হবে। যে সমস্ত এলাকায় লাইটিংয়ের ব্যবস্থা নেই সেখানে সোলার প্যানেল স্থাপন করতে হবে। সবচেয়ে পৌরবাসির চাহিদা অনুযায়ী প্রতিটি বাড়িতে পানি সাপ্লাই ব্যবস্থা করলে যেমনি বাড়বে নাগরিক সুবিধা তেমনি ভাবে রাজস্ব বাড়বে পৌরসভার।
এব্যপারে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, পৌর বাসির নাগরিক সুবিধা বাড়াতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি সামজিক, সাংস্কৃতি কাজে বেশি সময় পার করছি। তিনি আরো বলেন, নির্বাচনের দেড় বছরেও সরকারি ভাবে কোন মেগা প্রকল্প পাওয়া যায়নি এ পর্যন্ত রাজস্ব আদায় করেই পৌরসভা পরিচালিত করে আসছি। পৌরসভার উন্নয়নে আমার প্লান রয়েছে প্রথমত পৌরভবন, ফুতপাতে রাস্তা ড্রেনেজ ব্যবস্থা, ঝড়েপড়া শিশুদের স্কুল মুখি করা সহ নানা পরিকল্পনা।

এস আর মানিক
রাণীশংকৈল ঠাকুরগাঁও

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *