পাইকগাছায় বিশাল গাঁজা গাছ উদ্ধার ; চাষী গ্রেফতার

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
খুলনার পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বটবৃক্ষের মতো বিশাল এক গাঁজা গাছ উদ্ধার করেছে । একই সাথে গাছের মালিক চাষী সঞ্জয় দে (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । সে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের মৃত বৈদ্যনাথ দে’র ছেলে । শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সঞ্জয়ের পানের বরজ থেকে এ গাঁজা গাছ উদ্ধার করেন। স্থানীয়রা জানায় সে দীর্ঘদিন ধরে গাজা চাষ করে আসছে। উদ্ধারকৃত গাছের বয়স এক/ দেড় বছর হবে বলে ধারনা করছে পুলিশ। এব্যাপারে পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত গাজা গাছটি বটবৃক্ষের মত বড়। গোপন সংবাদে গাছটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে গাছের মালিককে। থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *