December 27, 2024, 1:13 am
এম এ আলিম রিপন ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম আর নেই। তিনি শুক্রবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি গ্রামের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি রাজনৈতিক সহযোদ্ধাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২। তিনি এক স্ত্রী, ২পুত্র , রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জীবিত থাকাকালীন নূরুল ইসলাম ১৯৮৮-১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি,১৯৮৯-১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এদিকে সফল এবং আদর্শ রাজনীতিক নূরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরপরই মরহুমের বাড়ীতে ছুটে যান পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক কে এক নজর দেখার জন্য তার বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শুক্রবার রাত নয়টায় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ ফরুরখ কবির বাবু, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।