বোদায় নাবা কনট্রাকশন এডমিক্সচার কোঃ মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধিঃপঞ্চগড়ে নাবা কনট্রাকশন এড মিক্সচার কোম্পানি ইমারত নির্মাণ কারিগরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৫ জুলাই সন্ধায় বোদা উপজেলার ওয়াই মোড় গ্রীন ল্যান্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ে ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নাবা কনট্রাকশনের বিভাগীয় অফিসার ইনচার্জ আব্দুর রহমান।ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ডিপো মোঃশাদমান শাহ্।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোদা উপজেলার পৌরসভা ইঞ্জিনিয়ার মোঃ শাহিন হোসাইন ও আটোয়ারী পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ আজমল সহ ৪০ জন নির্মান শ্রমিক।

অনুষ্ঠানে নির্মাণ কাজে নাবা কন্ট্রাকশন এড মিক্সচার ব্যবহারের প্রয়োজনিয়তা সম্পর্কে অগত করা হয়। এটি ব্যবহারে সর্বোচ্চ মাত্রার পানি প্রতিরোধক, মনোরম ফিনিশিং এ সহায়তা প্রদান,তাপ প্রতিরোধক,সিমেন্ট ও পানির অনুপাত হাস করে,ক্ষারক পদার্থ হতে কংক্রিট রক্ষা করে,কংক্রিটকে দ্রুত জমাট বাঁধায়,ছত্রাক ও শ্যাওলা প্রতিরোধী।অনুষ্ঠান শেষে আগত অতিথিদের বর্ষায় ব্যবহারের জন্য ছাতা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *