ময়মনসিংহে এরশাদের তয় মৃত্যুবার্ষীকি পালন করেছে জেলা জাতীয় ছাত্র সমাজ।।

ময়মনসিংহে উপজেলা পদ্ধতির প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর ২নং ওয়ার্ড স্টেডিয়াম গেইট এলাকায় জাতীয় ছাত্র সমাজ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল এরর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত থেকে প্রয়াত এরশাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা, কে আর ইসলাম, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন, কোতোয়াালী জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলী,মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি শরিফ খান পাঠান মিল্টনসহ জাতীয় পার্টি, যুবসংগতি ও ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় শরীক হয়ে তবারক বিতরণে অংশ নেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুখন সহ মহাজোট নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে এ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *