এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন- ত্রিশালে কামাল চেয়ারম্যান।।

ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে ‘উন্নয়নের অসামান্য কীর্তি গড়ে গেছেন’ বলে দাবি করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল।এরশাদ বাংলাদেশের জনগণের ‘মনের রাজা’ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকিতে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মিলাদ,দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করেননি পল্লীবন্ধু এরশাদ। রাজনীতির চার ভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য র্কীতি গড়েছেন তিনি।

“সকল বিরোধিতা উপেক্ষা করে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সকল বিরোধিতা অগ্রাহ্য করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। এখন দেশবাসী হুসেইন মুহম্মদ এরশাদের সকল কাজের সুফল ভোগ করছেন।”

কামাল চেয়ারম্যান বলেন, “বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যাণে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ ‘এদেশের মানুষের মনের রাজা’ ছিলেন দাবি করে তিনি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দেশের মানুষের মনের ভাষা বুঝতেন। দেশের মানুষের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করছেন তিনি। তিনি দেশবাসীর অন্তর জয় করে অকৃত্রিম ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।”

এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্পটে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিলে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন এবং উপস্থিত জনতার মাঝে খাবার বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *