December 22, 2024, 6:29 am
দিনাজপুর, প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ভিজিএফ চাল বিতরন না করিয়ে আত্নসাতের অভিযোগ এনে উপজেলার ৪ নং- দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকএঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সন্দেহাতিত ভাবে অভিযোগ দায়ের করেছেন উপজেলার বড় বালশিরা গ্রামের মৃত আব্দুস ছাদেকের ছেলে মিনহাজুল ইসলাম।
ঘটনার বিষয়ে দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, কোরবানী ঈদে গরীব ও দুঃস্থদের ঈদ উদযানের লক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১০ কেজি করে ভিজিএফ’র চাল ৪ হাজার ২’শ ৫ জন ব্যক্তির নামে বিতরণের জন্য বরাদ্ব ছিল। উক্ত চাল আমি ৭ জুলাই সকাল থেকে ওয়ার্ড অনুযায়ী বিতরণ শুরু করি।
একইদিনে আমার ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণ চলছিল। সময় স্বপ্লতার কারনেই ৮ জুলাই ভিজিএফ এর ৫০ বস্তাচাল বিতরণ করা সম্ভব না হওয়ায় ইউনিয়ন পরিষদের কক্ষেই রাখাছিল। যা পরের দিন ৯ জুলাই সকালে প্রাপ্ত ব্যক্তিদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। পূর্ব পরিকল্পিত ভাবে
আমাকে সমাজে হেয় করতে পরাজিত পক্ষরা তাঁদের সমর্থনের লোকজনদের দিয়ে মিথ্যা চাল আত্নসাতের গুজব রটিয়ে মিথ্যা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।।
প্রতিনিধি, দিনাজপুর।