বাকৃবি শেষ মোড়ে ছুড়িকাঘাতে যুবক রিপ্তীক নিহতের ঘটনায় ৪ঘন্টায় আসামী টিপু গ্রেফতার।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহের বাকৃবি শেষ মোরে জুয়া খেলাকে কেন্দ্র করে খুন হওয়া রিপ্তীক হত্যাকান্ডের ঘটনায় মাত্র ৪ঘন্টায় আসামী টিপুকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। খুনের মাত্র ৪ঘন্টার ব্যবধানে আসামী গ্রেফতার হওয়ায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন ওসি শাহ কামাল আকন্দের পরিচালনাধীন কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সুত্র মতে জানা গেছে- ঈদুল আজহা এর পরদিন ১১ জুলাই রাতে ময়মনসিংহে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রীপ্তিক (২২) নামে এক যুবক নিহত হয়। নিহত রীপ্তিক নগরীর চকছত্রপুর এলাকার মিলন মিয়ার ছেলে। রীপ্তিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের একটি ছাত্রাবাসে পাঁচক হিসেবে কাজ করতেন। জানা যায়, সোমবার (১১ জুলাই) বিকেলে একই এলাকার শফিক মিয়ার ছেলে রাজমিস্ত্রী টিপু পয়সা দিয়ে একধরণের জুয়া খেলার আয়োজন করলে এতে বাঁধা দেন নিহত রীপ্তিকসহ তার বাবা মিলন মিয়া।এতে টিপুসহ খেলায় জড়িত অন্যান্যদের সাথে মিলন মিয়ার হাতাহাতি হয়। পরে এলাকাবাসী বিষয়টি মিমাংসা করে দেয়। এদিকে রাত আটটার দিকে বিকেলের ঘটনার ক্ষোভে টিপু স্থানীয় মধু মিয়ার চায়ের দোকানের পাশে মিলন মিয়ার ছেলে রীপ্তিককে একা পেয়ে পিছন থেকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর রীপ্তিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানা সুত্রে জানা গেছে- বাকৃবি শেষ মোড়ে খুন হওয়ার পর আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা কঠোর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার এস,আই আনোয়ার এস,আই নিরুপমসহ সংঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ভোর রাতে আসামী টিপুকে খুনের চার ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত টিপুকে জেলহাজতে প্রেরণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *