গোদাগাড়ীতে নেসকো কতৃপক্ষের দায়িত্বহীনতার কারণে ঘটতে পারে বড় ধরণের দু্র্ঘটনা।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নেসকো কতৃপক্ষের দায়িত্বহীনতার কারণে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, চলে যেতে পারে প্রাণ। গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের শিবসাগর নামক স্থানে বিদ্যুতের একটি পোল দীর্ঘদিন থেকে হেলে আছে, তার গুলি কয়েকটি বাড়ীর উপর দিয়ে বিপদজনকভাবে ঝুলছে। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে বাস করলেও দেখার যেন কেউ নেই, গোদাগড়ীর নেসকো কতৃপক্ষের ভাবটা যেন এমন দে মা খেয়ে বাঁচি, জনগন যাক আর যাক এতে কিছু আসে যায় না। মাস শেষে বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া পরিশোধ করলেই হলো। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবী যেন দ্রুততম সময়ের মধ্যে হেলানো বিদ্যুতের পোলটি পুনঃরায় স্থাপন ও তাঁরগুলি টাইট করে আটকানোর ব্যবস্থা করার।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *