January 3, 2025, 3:41 am
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে রাকিব হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাকিব হাসান উপজেলার বিনাই পাঁচখুপী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাড়ী সংলগ্ন পুকুরে শিশুটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। এ সময় বাবা বাড়ীতে ছিলেন না আর মা বাড়ীর কাজে ব্যস্ত ছিল। পরে তাকে না পেয়ে আশেপাশে খোঁজাখুজির পর শিশুটির লাশ পুকুরের ভাসতে দেখে মা নিজেই লাশটি পানি থেকে তুলে নিয়ে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় অন্যান্য প্রতিবেশিরাও
ঘটনাস্থলে উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, যেহেতু পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বিষয়টি আমরা অবগত আছি। স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নিহত শিশুটিকে দাফনের ব্যবস্থা
করেছেন।