পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবগঠিত মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধশতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকাল ১১ টার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা।এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা মনিতা ত্রিপুরা,মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠন এর উপদেষ্টা রফিকুল ইসলাম।এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা ।

এই সময় উপস্থিত ছিলেন মানবসেবা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আলী আকবর,সহ সভাপতি হারুনর রশীদ,অরুণ কুমার শীল, যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা,মহিলা কলেজের প্রভাষক ও যুগ্ন সাধারণ সম্পাদক অনিক সাহা, প্রচার সম্পাদক নিখিল চাকমা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,

এইছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন,কাখারাং ত্রিপুরা,কাজী ইসমাইল,মানিক সাঁওতাল, খোকন সাঁওতাল,কামরুজ্জামান সুমন,হিরণ দাশ,ইমরান খান,ফারুক মিয়া,হেলাল উদ্দিন, ফাল্গুনী সাঁওতাল, অন্তু সাহা রিমি,ফরহাদ মিয়া।এইছাড়াও বন্ধু অমল রায়ও উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো মুরগী, সেমাই,চিনি,দুধ পাওডার, কিসমিস,বাদাম,পিঁয়াজ, মাংসের মুসল্লা,,তেল, আটা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *