December 26, 2024, 1:33 pm
আনোয়ার হোসেন।।
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//
স্বরূপকাঠিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কাঠের আঘাতে হাসান
বেপারী (৩২) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে গগন
গ্রামের কর্মকার বাড়ি এলাকায় ওইঘটনা ঘটেছে। প্রতিবেশি হাসেম আলীর
ছেলে সরোয়ার হাসান বেপারীকে সাইজ কাঠের টুকরা দিয়ে আঘাত করলে হাসান
ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এলাকাবাসী হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক সরোয়ার পালাতক।
এলাকার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানিয়েছেন সরোয়াররা তিন ভাই। তার ভাইদের বিরুদ্ধে এলাকায় পরকিয়ার অভিযোগ রয়েছে। সরোয়ারের ভাই শাহাদাতের একটি পরকিয়ার ঘটনায় সরোয়ারে পরিবারের সাথে হাসানের স্ত্রীর সাথে ঝগড়া ও মারামারি হয়। এ ঘটনায় হাসানের স্ত্রী পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকেলে ওই মামলার নেটিশ পায় সরোয়ার গ্রুপ। তারা রাতেই উত্তেজিত হয়ে গালাগাল দেয়। আজ শনিবার সকালে লঞ্চ কর্মচারী হাসান লঞ্চের
কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময়
ঘাতক সরোয়াররা তিন ভাই তাকে আক্রমন করে। সরোয়ার তার হাতে থাকা একটি সাইজ করা কাঠের টুকরা দিয়ে সজোরে হাসানের মাথায় আঘাত করে। মাথায় আঘাত পেয়ে হাসান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ রিপোর্ট লেখার সময় হাসানের বাবা মহিউদ্দিন মিয়া পুত্র হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, পরকিয়ার জের ধরে বলদিয়া ইউনিয়নের গগন গ্রামে প্রতিপক্ষের কাঠের আঘাতে হাসান বেপারী নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রকৃয়া চলমান। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।