December 27, 2024, 1:04 am
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর নারায়নপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফের চাল হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৮জুলাই) নারায়নপুর ইউনিয়নের বরইতলা ঘাটে ভিজিএফ চাল বিতরণের সময় একাধিক ভুক্তভোগী চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন। ভিজিএফ চালের তালিকায় ধনী ব্যক্তিরও নাম রয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় নামে, বে-নামে তোলা হয়েছে চাল এবং চেয়ারম্যান ও মেম্বারের পকেটে রয়েছে ভিজিএফ সিলিফ সহ প্রকাশ্যেই চলছিল চাল বিক্রয়। আর সে সময় ভিজিএফের চাল ক্রয় করছেন চেয়ারম্যানের একান্ত কর্মী চৌদ্দঘুড়ী চরের আজি রহমানের পুত্র বোরহান, নজর আলীর পুত্র রমজান আলী, বংশীরচরের কুদ্দুস হোসেনের পুত্র ইসমাঈল হোসেন। চেয়ারম্যান ও মেম্বাররা আনেকের নাম দিয়ে তাদের লোকজনকে দিয়ে কৌশলে চাল তুলেছে। অনেকের পরিবারে একাধিক নাম দিয়ে ১টি রেখে বাকিগুলোর চাল সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে দেয়া লাগছে। এ ছাড়াও নামে, বে-নামেও চাল তুলে আত্মসাৎ করা হচ্ছে। দবে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও মেম্বারগণ এসব অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, কিছু কুচক্রীমহল চাল না পেয়ে মিথ্যা অভিযোগ তুলছে।
নারায়নপুর ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা তার লোকজনকে দিয়ে কৌশলে চাল তুলেছে। এ ছাড়াও নামে, বে-নামেও চাল তুলে আত্মসাৎ করেছে। ইউনিয়নের অনেক অসহায় পরিবারের ভিজিএফ তালিকায় নাম থাকলেও তারা এখনো ভিজিএফ চাল পায়নি।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা মিডিয়ার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম বলেন, ভিজিএফ বিতরণে অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।