December 26, 2024, 12:12 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ নব নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার রাতে স্থানীয় মানিকদীর ঈদগাহ মাঠ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ নেতা রাকিব হাসান শাহীনের স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নব নির্বাচিত সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।