পাইকগাছায় গাঁজা সহ আটক- ১১ চেয়ারম্যান-মেম্বার ও অভিভাবকদের জিম্মায় ১০ জন থানা থেকে মুক্ত

ইমদাদুল হক।।
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় গত ২ দিনে গাজাসহ ১১ জনকে পুলিশ ও জনতা আটক করেছে। উপজেলার লস্কর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (১৮) বুধবার সকালে ১০ বন্ধু এক সাথে খড়িয়া বিনা পানি বিদ্যালয়ের কক্ষে গাজা খাচ্ছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫’শ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে । তাদের বয়স কম ও নবম দশম শ্রেণীতে লেখা পড়া করায় তাদেরকে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ,তিনজন ইউপি সদস্য ও অভিভাকদের জামিন নামায় ওসি জিয়াউর রহমান মুক্তি দেন বলে ওসি জানান।অন্যদিকে রবিন বিশ্বাস (৪০) নামে এক জনকে গাঁজা সহ থানা পুলিশ আটক করেছেন। সে গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মালোপাড়ার নকুল বিশ্বাসের ছেলে। উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসাইন জানান, বোয়ালিয়া ব্রীজের উপর এক যুবক গাজা বিক্রির জন্য অবস্থান করছে। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রীজের পূর্বপাড়ের দক্ষিণ পাশের সিঁড়ির নিচে থেকে রবিন বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে থেকে ৬০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পাইকগাছা থানাওসি মোঃ জিয়াউর রহমান বলেন, রবিন একজন মাদক ব্যবসায়ী অন্যান্য ধৃতরা গাজা খোর। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং ৭।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *