November 21, 2024, 12:16 pm
আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।।
আজমিরীগঞ্জে মাত্রাতিরিক্ত পল্লীবিদ্যুতের লোডশেডিং এর কারণে অতীষ্ট হয়ে পড়েছে জনজীবন। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বিনষ্ট হচ্ছে ফ্রিজে রাখা মাছ,মাংস শাক-সবজী সহ নানা ধরণের খাদ্যদ্রব্য। এ ছাড়া অতিরিক্ত গরমে শিশু ও বৃদ্ধরা জ্বর সর্দিকাশি সহ আক্রান্ত হচ্ছে পেটের পীড়ায়।
জানা যায়,
আজমিরীগঞ্জে বেশ কিছুদিন ধরে ব্যপসা গরম ও পল্লীবিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং এর কারণে অতীষ্ট হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করতে পারছে না হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি। এদিকে নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ বিতরণ করতে না পারলেও, সরকারি নির্দেশনায় পল্লীবিদ্যুৎ সমিতি উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সমূহের প্রতিটি বাড়িতে বিদ্যুতায়িত করছে। বর্তমানে অকাল বানের পানিতে উপজেলার অনেক গ্রামই তলিয়ে গেছে। বানভাসি লোকজন উঠে এসেছে আশ্রয় কেন্দ্র গুলোতে। সেখানেও লোকজন গাদাগাদি করে বসবাস করছে। সাম্প্রতিক সময়ে একদিকে চলছে ব্যপসা গরম। অপরদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এতে করে বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্টানে ফ্রিজে রাখা মাছ, মাংস, শাক-সবজী বিনষ্ট হচ্ছে। এ ছাড়া বৈদ্যুতিক বাল্ব, পাখা, এয়ারকোলার, টিভি, ফ্রিজ কম্পিউটার, ল্যাপটপ সহ নানা ধরণের ইলেক্ট্রনিক মালামাল নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এ ছাড়া অতিরিক্ত গরমে শিশু ও বৃদ্ধরা অতীষ্ট হয়ে পড়েছে। তারা সর্দিকাশি, জ্বর সহ নানা ধরণের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এতে করে হবিগঞ্জ পল্লীবিদ্যুতের নিকট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের দাবি জানিয়েছে উপজেলাবাসী।