January 2, 2025, 4:43 pm
মনিরুল ইসলাম।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলামের বাড়িতে সরকার বিরোধী নাশকতা ও পরিকল্পনার বৈঠক চলাকালে,গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নেতা-কর্মীরা হলেন,আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের রাজিহার ইউনিয়নের তৃতীয়বারের চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার এর ছোট ভাই,মোঃ ইত্তিকার তালুকদার (৪৮), গৌরনদী বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম (৪৮),সাংগঠনিক সম্পাদক মোঃরুহুল গাজী (৫০),ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মন্টু খান (৪৫),বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সহসম্পাদক কাইয়ুম খান (৩৮),ইউনিয়ন যুবদল কর্মী মোঃ এনায়েত হোসেন (৩২),জাফর খান (৩৩),সাইফুল ইসলাম (৩০) রেজাউল মোল্লা (৩৪),সামিউল ব্যাপারী (৩০),ইউনিয়ন ছাত্রদলের কর্মী আকাশ খন্দকার (২৬), মোঃ মুন্না আহম্মেদ (২৪), গতকাল রাতে আমিনুল ইসলামের বাড়িতে বার্থী ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহ্বান করা হয়।রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা-কর্মী সভায় একত্রিত হয়ে, গোপনে নাশকতা পরিকল্পনার করছে।খবর পেয়ে গৌরনদীর মডেল থানার পুলিশ রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ১০-১৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।গ্রেফতারকৃত সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত।গ্রেফতার প্রসঙ্গে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।