January 2, 2025, 7:16 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর পৌর ইমাম সমিতির উদ্যোগে স্থানীয় আবুল কাশেম প্লাজায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। আলহাজ আব্দুল জব্বার মাষ্টারের সভাপতিত্বে ও সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলামের স ালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। প্রধান বক্তা ছিলেন পাবনা আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মো.আব্দুস সোবহান। অন্যদের মাঝে বক্তব্য দেন মানিকদীর মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মাসুম খান,হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন প্রমুখ। সেমিনারে সুজানগর পৌরসভার অর্ন্তগত বিভিন্ন মসজিদেও ইমামগন উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।