January 5, 2025, 2:30 am
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ শুভ উদ্বোধন হয়েছে। রবিবার পৌর শহরের পাবলিক ক্লাব মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকারামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক বিল্পব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. নাসিমুল বারী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মো. বশির উদ্দীন বিষু, উপজেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল আমিন রেজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলায় পৌরসভা সহ দশটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ খেলায় অংশ গ্রহন করবেন। টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি আগামী ৬ তারিখে অনুষ্ঠিত হইবে।
মো. আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও