January 2, 2025, 11:25 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে নবগঠিত সামাজিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) বিকাল ৪টার সময় অস্থায়ী কার্যালয় অনির্বাণ শিল্পীগোষ্ঠী ভবনে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠন এর সভাপতি মতিউর রহমান এর শাশুড়ী মা অসুস্থ হওয়ার কারণে এতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠন এর সহ-সভাপতি অরুণ কুমার শীল।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আলী আকবর।
এতে সংগঠন এর অর্থ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
এতে অন্যান্যদের মধ্যে মতামত ও নিজের পরিচয় ব্যক্ত করেন সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা,অনুরুপা ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,শিক্ষা, সাংস্কৃতিক ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,কার্যনির্বাহী কমিটির সদস্য নিপা আক্তার,মনির হোসেন,মানিক সাঁওতাল,খোকন সাঁওতাল,রাফ্রুচাই মারমা, কামরুজ্জামান সুমন,হিরণ দাশ,মোঃইমরান খান,ফরহাদ মিয়া,ফাল্গুনী সাঁওতাল।
আলোচনা সভায় সংগঠন এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন আলোচনা, মাসিক টাকা কালেকশন এর বিষয়ে এবং আগামী ১০ জুলাই মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানছড়িতে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহণ হয়।