পটিয়ার আশিয়ায় আ’লীগের সম্মেলনে বক্তারা তৃণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করুন

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রতিনিধি সভা গত ১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আশিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আয়ুব আলী। এতে উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপুর রহমান মঞ্জু, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মুছা সওদাগর, আশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ হাশেম,
বখতেয়ার উদ্দীন চৌধুরী, সেলিম উদ্দীন জাহাঙ্গীর,কামাল উদ্দীন, এডভোকেট বেলাল উদ্দীন,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইমরান উদ্দীন বশির, হাজী মোজাফফর আহমদ, নুরুল আবচার চৌধুরী, শরাফত আলী,ফৌজুল কবির চৌধুরী, ইদ্রিস সওদাগর, ফৌজুল কাদের খান,বেলাল উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, হাশেম উদ্দীন চৌধুরী, নজরুল ইসলাম টিপু,শহিদুল ইসলাম চৌধুরী শিবলু,নাসিজ্জুমান বাহাদুর,উওম মুজকুরী,আলমগীর চৌধুরী, মাহফুজুল আলম চৌধুরী,আবদুল্লাহ আল নোমান,গালিব চৌধুরী।
অনুষ্ঠানে পরিচালনা করেন ৬নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন। বক্তারা বলেন- আওয়ামীলীগ শক্তিশালী করতে তৃণমূলের কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *