সুন্দরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কামারের ভিটার তিস্তা নদীর বালুচরে এক যুকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার মর্গে পাঠায়। স্থানীয়দের অনেকে বলেন, এই লাশের লোকটিকে আমরা এর আগে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখেছি। পাশাপাশি অনেকে মনে করেন প্রচণ্ড গরমের কারণে সে অসুস্থ হয়ে মারা যেতে পারে। এব্যাপারে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য শফিকুল ইসলামের সাথে কথা হলে সে বলেন, এটা একটা পাগলের লাশ হতে পারে। হয়ত কোন কারণে মারা গেছে।
এব্যাপারে ওসি (তদন্ত) এর সাথে কথা হলে তিনি জানান, ইতোমধ্যে অপমৃত্যুর মামলা রজ্জু হয়েছে। আমরা প্রকৃত তথ্যের জন্য লাশ পোস্টমর্টেমে পাঠিয়েছি। রিপোর্ট আসলেই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *