Category: Uncategorized

  • যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের

    যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের

    কুমিল্লা জেলা প্রতিনিধি দঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা অঞ্চলে ট্রাফিক পুলিশ লাইন দূর্বল হওয়ার কারনে প্রাইমারী শিক্ষা ঝড়ে যাচ্ছে।
    যে বয়সে বই-খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ব্যাটারি চালিত অটোরিকশার স্টিয়ারিং ধরে রাস্তায় নামছে শিশুরা। মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় এখন প্রায়শই দেখা যায়, কোমলমতি স্কুলগামী শিশুদের একাংশ জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ যানবাহন চালাচ্ছে।

    শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিভাবক, শিক্ষক ও সমাজ সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এভাবে শিশুদের শিক্ষা জীবন ব্যাহত হলে ভবিষ্যতে তারা হয়ে পড়বে অশিক্ষিত ও দক্ষতাহীন প্রজন্ম।

    সংশ্লিষ্টরা জানান, এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে শিশুদের কোনো প্রশিক্ষণ নেই বা ট্রাফিক পুলিশ আইন সম্পর্কে ধারনা নেই। ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একই সঙ্গে শিশুরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যা সমাজ ও দেশের জন্য বড় হুমকি।

    উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ থেকে এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কোনো লাইসেন্স প্রদান করা হয়নি। তবুও অবাধে রাস্তায় চলছে হাজারো ব্যাটারি চালিত রিকশা। শিশু চালকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে তারা নিজেরা যেমন ঝুঁকির মধ্যে থাকছে, তেমনি যাত্রী ও পথচারীর জন্যও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। নবীপুরের হানিফ, সাইফুল বলেন, পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। তাই ছেলে রিকশা চালায়, না হলে সংসার চলবে না। তবে এভাবে শিশুদের কাজে লাগানোকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অনেকেই।

    এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শিশু শ্রম ও অবৈধ যান চলাচল রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তারা দ্রুত অভিযান চালিয়ে শিশু শ্রম বন্ধ এবং এসব শিশুদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ চান।

    শিক্ষকরা বলছেন, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া শিক্ষাব্যবস্থার জন্য বড় ক্ষতি। তাই তাদের আবারো বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

  • রায়গঞ্জে শিশু সোয়া মনি হ-ত্যা মা-মলায় জ-ড়িত দুই আ-সামী গ্রে-ফতার

    রায়গঞ্জে শিশু সোয়া মনি হ-ত্যা মা-মলায় জ-ড়িত দুই আ-সামী গ্রে-ফতার

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    ভিকটিম শিশু সোয়া মনি ওরফে সূচনা (০৮), পিতা-মোঃ সুমন হোসেন (গত প্রায় তিন বছর যাবৎ কুয়েত প্রবাসী), সাং-মীরের দেউলমুড়া, ডাকঘর-হাট পাঙ্গাসী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ। ভিকটিম সূচনা মীরের দেউলমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। গত ২০/০৮/২০২৫ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় পরিবারের লোকজন দেখতে না পেয়ে আশপাশসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও পায় না। একই তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় বসত বাড়ীর পূর্ব পাশে জনৈক মোঃ সানোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত শাহজাহান আলীর বাড়ির দিকে স্থানীয় লোকজনের চিৎকার শুনে ভিকটিম সূচনার পরিবারের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান যে ভিকটিম শিশু মোছাঃ সোয়া খাতুন ওরফে সূচনার লাশ সানোয়ারের বাড়ির পরিত্যক্ত টয়লেটের মধ্যে পরে আছে। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিম শিশু মোছাঃ সোয়া খাতুন ওরফে সূচনাকে মাথায় ও কপালে গুরুতর রক্তাক্ত যখন প্রাপ্ত করে হত্যা করে লাশ গুম করার জন্য টয়লেটের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছেন। এসংক্রান্তে ভিকটিম শিশু মোছাঃ সোয়া খাতুন ওরফে সূচনা’র দাদা বাদী হয়ে রায়গঞ্জ থাকায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
    সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্বে রায়গঞ্জ সার্কেল) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম ও এসআই(নিঃ)/ অনুপ কুমার সরকার, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জসহ ডিবি অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে হত্যাকান্ড সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীকে সনাক্তপূর্বক আসামী মোঃ মনিরুল ইসলাম জিহাদ(২১) ও মোছাঃ আতিয়া পারভীন (২৭)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের মধ্যে আসামী মোঃ মনিরুল ইসলাম জিহাদ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

  • ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ — ২৪ আগস্ট) শুরু হয়েছে।

    এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ। এ সময়- উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনপিপির নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী- তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রকৌশলী সফিউল আজম, যুবউন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য দুই জন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

  • চমেকে ভু-ল চিকিৎসা অবহেলায় সাংবাদিকের মায়ের মর্মা-ন্তিক মৃ-ত্যু

    চমেকে ভু-ল চিকিৎসা অবহেলায় সাংবাদিকের মায়ের মর্মা-ন্তিক মৃ-ত্যু

    শহিদুল ইসলাম,
    নিজস্ব প্রতিবেদক

    চমেকে ভুল চিকিৎসায় সাংবাদিকের মায়ের মৃত্যু। কত প্রাণ ঝরলে বদলাবে অবহেলার চিত্র? সেবা নয়, মৃত্যু নিশ্চিত করল চমেক হাসপাতাল। হৃদয়বিদারক পরিণতি সাংবাদিকের মায়ের। চিকিৎসার নামে অবহেলার ছোবলে সন্তানের শোক। সমাজকে প্রশ্ন রেখে গেলেন এক মা।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও চরম অবহেলার ফলে মৃত্যুবরণ করেছেন দৈনিক দেশের কথা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুদের প্রিয় মা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) সুস্থ শরীর ও সচল মুখ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া একজন মা-কে চোখের সামনেই নিথর হয়ে যেতে দেখলেন তার সন্তান, শুধুমাত্র চিকিৎসকদের গাফিলতি, অবহেলা ও নিষ্ঠুরতায়।

    ৩০ জুলাই (বুধবার) রাত ৯টার দিকে,এ হৃদয়বিদারক ঘটনা ঘটে চমেক হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে। যেখানে জীবন রক্ষার আশায় মানুষ আসে, সেখানেই চরম দায়িত্বহীনতায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মা।

    জানা গেছে, ২৭ জুলাই বিকেলে বায়েজিদ এলাকার বাসিন্দা সাংবাদিক মাসুদের মা হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তিনি স্বাভাবিকভাবে কথা বলতেন, হাঁটাচলা করতেন এবং নিজে খাবার গ্রহণ করতেন। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসকদের গাফিলতি ও অব্যবস্থাপনার শিকার হন তিনি।

    একটি সাধারণ স্যালাইন দিতে সময় লেগেছে দেড় ঘণ্টারও বেশি। রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর একাধিকবার দায়িত্বে থাকা চিকিৎসকদের জানানো হলেও তারা উদাসীন থেকে নিজেদের মধ্যে গল্পে মেতে ছিলেন। কেউ মোবাইলে ব্যস্ত ছিলেন, কেউ চিকিৎসার দায়িত্ব না নিয়ে নির্লিপ্ত ছিলেন।

    সবচেয়ে মর্মান্তিক বিষয়—একটি জরুরি ওষুধ আনতে রোগীর স্বজনদের তিনবার পাঠানো হলেও সময়মতো ওষুধ প্রয়োগ করা হয়নি। নার্সরা বলেছিলেন, “ডাক্তারের নির্দেশ ছাড়া কিছু করা যাবে না।” আর চিকিৎসকদের জবাব ছিল—”নার্সরা না শুনলে আমরা কী করব?” এভাবে দায় এড়ানো ও দায়িত্বহীনতার মধ্যে সময় গড়িয়ে যায়, অবস্থা আরও খারাপ হতে থাকে।

    পরিস্থিতির অবনতি ঘটতে ঘটতে একসময় রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর প্রায় আধা ঘণ্টা পর নাটকীয়ভাবে স্যালাইন লাগানো হয়। নার্সরা শুরুতে স্যালাইন দিতে অস্বীকৃতি জানালেও পরে বলেন—”ডাক্তারের অর্ডার এসেছে, এখন দিতে হবে।” যা থেকে স্পষ্ট, কতটা অবহেলা ও শীতলতা নিয়ে একজন রোগীর জীবনের প্রতি দায়িত্ব পালন করা হয়।

    এই ঘটনায় পুরো ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর স্বজন ও অন্যান্য রোগীদের অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকে অভিযোগ করে বলেন—”এখানে প্রতিদিনই কেউ না কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এটা যেন রুটিন মৃত্যু।”

    মৃত্যুর পর ২৮ জুলাই মরহুমার গোসল, জানাজা ও দাফন কিশোরগঞ্জ জেলার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়। সন্তান হারিয়ে বাকরুদ্ধ সাংবাদিক মাসুদ শুধু একটাই কথা বলেন” এমন অবহেলায় আর কোনো সন্তান যেন মা হারা না হয়।”

    এদিকে, এ ঘটনায় এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ও নিহতের পরিবারের প্রশ্ন—এমন চরম অবহেলার কি কোনো বিচার হবে না? দায়ীরা কি বারবার পার পেয়ে যাবে?

    ভুক্তভোগীরা জানান, সরকারি হাসপাতালে এসে রোগীরা নানা হয়রানি, অপ্রয়োজনীয় ওষুধ কোম্পানির পণ্যের চাপ, অহেতুক পরীক্ষার ব্যবসা ও চরম দায়িত্বহীনতার শিকার হন। যেখানে প্রয়োজন ছিল যত্ন ও সেবার, সেখানে জুটেছে অবজ্ঞা ও অবহেলা।

    প্রতিটি মৃত্যু কেবল একটি সংখ্যা নয়—তারা কারও মা, বাবা বা সন্তান। যদি এমন অবহেলায় তাদের মৃত্যু হয়, তবে প্রশ্ন ওঠে—আমাদের হাসপাতাল ব্যবস্থায় নয়, আমাদের বিবেকেই কি রোগ বাসা বেঁধেছে?

    সব চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠান এমন নয়—এটা সত্য। অনেক চিকিৎসক এখনো রোগীর সেবায় নিবেদিত। তবে কিছু সংখ্যক চিকিৎসকের গাফিলতি, অমানবিক আচরণ ও অবহেলা গোটা পেশাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

    প্রত্যাশা একটাই—প্রতিটি মানুষের চিকিৎসা হোক নিরাপদ ও মানবিক। রোগীর প্রতি আচরণ হোক সহানুভূতিশীল ও দায়িত্বপূর্ণ। রোগীবান্ধব হোক চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসক।এটাই ভুক্তভোগী পরিবার ও সর্বস্তরের মানুষের দাবি।

    উল্লেখ্য মরহমার এমন আকর্ষিক মৃত্যুতে গভীর শোকাভিভূত মর্মাহত দুঃখ সমবেদনা প্রকাশ করেন পরিবার আত্মীয়-স্বজন চিকিৎসাধীনওয়ার্ডের রোগী সাধারণ অভিভাবক। সাংবাদিক সমাজ সচেতন মহল পাড়া-প্রতিবেশী সকলেই। মৃত্যুর আগেও মরহুমাা অজু গোসল পাক পবিত্র ইবাদত আমলের সর্বোচ্চ চেষ্টা করেছেন ও আমল করেছেন। প্রতিটা মুহূর্তেই সকলের ভাল মন্দ খোঁজ খবর নিতেন। সকলের ভালো চাইতেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন মৃতের পরিবার। দুনিয়া ইহকালের নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

  • জিয়াউর রহমানের শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে  মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি

    জিয়াউর রহমানের শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বেলা ১১টায় বারইখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

    এ উপলক্ষে বারইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুস জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাচ্চু, প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
    পরে প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন স্থানীয় কৃষকদের মাঝে নারিকেল ও বিভিন্ন ফলজ চারা বিতরণ করেন। শেষে পরিষদ চত্ত¡রে নারিকেল চারা রোপন করেন।
    কাজী খায়রুজ্জামান শিপন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নিবে না। অন্তবর্তীকালিন সরকারের ঘোষণা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহŸান জানান। #

  • চারঘাটে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

    চারঘাটে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

    চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন ও চারঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মর্তুজা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলার সেক্রেটারী আইয়ুব আলী, সহকারী সেক্রেটারী সুফেল রানা ও তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর নকীব উদ্দিন ও সেক্রেটারী হাফিজুল হকসহ উপজেলা জামায়াতের সকল ইউনিয়নের সভাপতি-সেক্রেটারী ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    চারঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ন-সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় জামায়াত নেতারা বিগত দিনে তাদের উপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা। 

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ১৫ বছর পর বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন

    ১৫ বছর পর বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    দীর্ঘ ১৫ বছর পর বরগুনার বেতাগী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। সমিতির রেজিস্ট্রেশন নম্বর এস-১৮০৬/৭৫।
    নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৩ নং উত্তর বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল সাবরিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ২৫ নং বাসন্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তারি আক্তার এ্যানি। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোষণা করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
    নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাসেল সাবরিন এবং সদস্য সচিব মোস্তারি আক্তার এ্যানি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
    এই নতুন কমিটি প্রাথমিক শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

    দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

    তরিকুল ইসলাম তরুন।।
    স্টাফ রিপোর্টারঃ

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউপির বুড়িরপাড় গ্রামের আওয়ামী লীগের আবুলকালাম আজাদের সহচর কুখ্যাত সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা, তানজিল নেয়ামতগংদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধের জন্য রাজপথে নেমেছেন বুড়িরপার গ্রামের ঈঁদগাহ বাজারের শতাধিক ব্যবসায়ী ও সাধারণ জনগন।

    কুমিল্লর দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় ঈঁদগা সংলগ্ন দেবিদ্বার আঞ্চলিক সড়কে শনিবার সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারন জনগন সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা ও তানজিল গংদের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করে, পরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় সূত্রে জানা যায়

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী সাবেক এমপি আবুল কালাম আজাদের অন্যতম সহচর দ্বারা স্থানীয় ব্যবসায়ীরা লুটতরাজ হামলা মামলার শিকার।

    বুধবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ী মহল ও স্থানীয় ব্যাক্তিবর্গের উপস্থিতিতে একটি বিক্ষোভ ও মানববন্ধন করেন।

    এ সময় বিক্ষোভ মিছিল মুহুর্মুহু শ্লোগানে পুরো এলাকায় প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলকারীরা চাঁদাবাজ ও হামলা মিথ্যামামলা, লুটপাটকারীদের হুঁশিয়ার ও গ্রেফতারের দাবিতে শ্লোগান দেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন

    এসময় স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ বলেন ফ্যাসীবাদী সরকারের সহচর সাবেক এমপি আবুল কালাম আজাদের পালিত সন্ত্রাসীদের অত্যাচার থেকে ৫০ বছর পূর্বের নির্মিত ঈঁদগাহ দখলের হাত থেকে রেহাই পাচ্ছে না।

    এসময় ভুক্তভোগী রা জানায় সন্ত্রাসীদের চাদা দিতে রাজি না হওয়া ব্যবসায়ী সততা সেনিটারি মার্ট এর স্বতাধিকার মো মোশাররফ হোসেন সহ অন্যান্য দের উপর অত্যাচার বাড়িয়ে দেয়। এব্যাপারে মোশাররফ হোসেন বলেন আওয়ামী লীগ সরকারের নির্বাচনের পরবর্তী সময় থেকে এপর্যন্ত আমার কাছে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাদা দাবি করে আমি তাদেরকে বলি আমার তো এতো টাকা দেওয়ার মতো সামর্থ নাই, এই কথা বলাতে তারা গত রবিবার সকালে আমার দোকানের সমস্ত মালামাল ভাংচুর করে এবং লুটতরাজ করে। এসময় স্থানীয় এবং আমার স্বজনেরা প্রতিবাদ করতে আসলে তাদের উপর অতর্কিত ভাবে হামলা করে, আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আমি আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিচার এবং শাস্তি দাবি করছি।

    মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন তাদের হুমকিতে ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বাধ্য হয়েছেন। সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ অনেক ব্যবসায়ীরা এরই মধ্যে ব্যবসা গুটিয়ে মার্কেট ছেড়ে চলে গেছে। 

    বুড়িরপার ঈদগাহ বাজারের সভাপতি মো:আওয়াল সরকার বলেন বাজারের একটা কমিটি রয়েছে সেই কমিটির ব্যবসায়ী এবং সাধারণ ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সন্ত্রাসী বাহিনী লোক রয়েছে। এরা ব্যবসায়িদেরকে নানা ভাবে হয়রানি করে, কিছু দিন আগে এক টায়ার দোকানীকে মারধর করে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি, আমরা এদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে পরিত্রাণ চাই। বাজার সেক্রেটারি মো খোরশেদ আলম বলেন গত শনিবার সন্ধ্যায় জসিমের সাথে ১০ টাকা নিয়ে ঝগড়া লেগে তাকে মারধর করে, পড়ে যাওয়ার সময় শোডাউন দিয়া যায় আর স্লোগান দিয়া কয় একজন একজন কইরা মারবি একটা কইরা মিস্টি খাইবি, এর পরের দিন সততা সেনিটারির মালিক মোশাররফের লগে ঝগড়া লাগলো, তার উপর হামলা করে তার ৫-৭ লাখ টাকার মালমাল ভেঙে ফেলেছে আমরা এসব সন্ত্রাসীদের বিচার চাই। মানববন্ধনে উপস্থিত প্রবাসী মো:এরশাদ তিনি বলেন আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ প্রবাসে ছিলাম বর্তমানে দেশে আসার পরেও তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের কারনে আমরা বাড়িঘরে থাকতে পারিনা, তারা মানুষের দোকানপাট ভাংচুর করে, আমাদের লোক পাইলে মাইরধর করে,আমরা সন্ত্রাসীদের বিচার চাই।
    মো:সালেহ আহম্মদ বলেন পূর্বেও তারা নির্বাচনী বিষয় নিয়ে নানজ রকম সন্ত্রাসী কার্যকলাপ হরে আসতো, এখনো স্থানীয় লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ, গত রবিবারে পূর্বপাড়ার ব্যবসয়ী মোশাররফ মিয়ার দোকান ভাংচুর করে, লুটতরাজ করে, আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই, স্থানীয় দোকানী মো রাসেল বলেন সন্ত্রাসীরা দোকান পাট ভাংচুর কইরা যায় আর জিগাইরা জিগাইরা যায় আর বলতাছে পূর্ব পাড়ার যারে পাবি তারেই পিডাবি। এ বিষয়ে গতকাল বুধবার কুমিল্লা জজকোর্ট মোস্তফা ও তানজিল নেয়ামত গংদের বিরুদ্ধে দ্রুত বচার আইনে মামলা হয়েছে। এব্যাপার দেবিদ্বার থানা ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান আমি এখনো কোন কিছু জানিনা,আমার কাছে আদালত থেকে যে নির্দেশ আসবে দেখে আইনগত ব্যাবস্থা নিবো।

  • ১৪ কেজি গাঁজাসহ গৌরনদীতে মাদক কারবারি গ্রেফতার

    ১৪ কেজি গাঁজাসহ গৌরনদীতে মাদক কারবারি গ্রেফতার

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মেসার্স মা ফিলিং স্টেশনের উওর পাশে হাইওয়ে হোটেলের সামনে ফাঁকা জায়গায় থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামে এক পিকআপ চালককে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে বলে জানা গেছে।
    বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ১৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়। ২০ নভেম্বর বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপটি গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।