Category: দেশজুড়ে

  • ইউএনও ফেরদৌস আরার ই-ন্তেকাল

    ইউএনও ফেরদৌস আরার ই-ন্তেকাল

     তরিকুল ইসলাম তরুন,

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন।

    বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি আরও জানান, ইউএনওর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোক করেছেন।

    ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল। গত ৯ জানুয়ারি ২০২৫ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও জন্ম ঢাকা জেলায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের মা এবং তার স্বামী পেশায় একজন শিক্ষক।

  • সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক

    সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট প্রচারণায় অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আজ (১৪ জানুয়ারি) বুধবার স্ব স্ব বিদ্যালয়ের অভিভাবক ও মা-দের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ ও জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ করনে সম্মতি জ্ঞাপনে গণভোট হাঁ অথবা না বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়।পোস্টাল ব্যালটে ভোট দানে উদ্বুদ্ধ করণ,নির্বাচনী আচরণবিধি সম্পর্কেও প্রচারণা করা হয়।এ ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেও অভিভাবকদের সাথে আলোচনা করা হয়।

  • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা

    গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা

    ‎ কে এম সোহেব জুয়েল
    ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবিন সদস্যরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী বাস ষ্টান্ডের জহুরুল ইসলাম জহির এর নিজ বাস ভবনে (অন্যন্যা ভবন) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া একই দিনে গৌরনদী বন্দর শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা কার্যকরী কমিটির ৭ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
    ‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো. আনিসুর রহমান, আবু সাঈদ, মো. শমীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, রুপা খানম, ‎কে এম জুয়েল, মো. রাশেদ, মো. সোহেল প্রমুখ। ‎শুভেচ্ছা গ্রহণ করে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির তাঁর বক্তব্যে বলেন,‎“গৌরনদী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। এই প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়বদ্ধতার বিষয়। আপনাদের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে পারবো।”‎তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করলে গৌরনদী প্রেসক্লাব সাংবাদিক সমাজে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”‎অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • ময়মনসিংহে”পুলিশ সুপারের কোতোয়ালি মডেল থানা পরিদর্শন

    ময়মনসিংহে”পুলিশ সুপারের কোতোয়ালি মডেল থানা পরিদর্শন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পুর্ববর্তী, নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

    মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬খ্রিঃ) কোতোয়ালি মডেল থানার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের প্রতি এই আহবান জানান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময়
    পুলিশ সুপারকে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

    পরে পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন- থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),
    মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সোহরোয়ার্দী হোসেন, এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

  • বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অনভিজ্ঞরা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ভূমিকা নিয়ে প্র-শ্ন

    বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অনভিজ্ঞরা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ভূমিকা নিয়ে প্র-শ্ন

    নিজস্ব প্রতিবেদকঃ
    যে বিষয়ে জ্ঞান ও দক্ষতা কম, সেই বিষয়েই প্রশিক্ষণের প্রয়োজন, এটাই সাধারণ ধারণা। তবে বাস্তবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর অধীনে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে সেই ধারণার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং একই ব্যক্তিকে একাধিকবার প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, অথচ বহু যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক একবারও সেই সুযোগ পাচ্ছেন না। এতে করে প্রশিক্ষণ বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

    চলতি বছরেই ময়মনসিংহে একাধিকবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কিছু নির্দিষ্ট ব্যক্তি বারবার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করা সিনিয়র ও পেশাগতভাবে দক্ষ অনেক সাংবাদিক এসব প্রশিক্ষণ থেকে বঞ্চিত রয়ে গেছেন।

    সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, প্রশিক্ষণ ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর তদারকির অভাবেই এই বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এর ফলে একদিকে প্রকৃত প্রশিক্ষণপ্রার্থীরা সুযোগ হারাচ্ছেন, অন্যদিকে প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে।

    এ বিষয়ে দৈনিক বঙ্গ সংবাদ-এর ব্যুরো প্রধান ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু একই ব্যক্তিকে বারবার প্রশিক্ষণ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এতে অনেক যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিক বঞ্চিত হচ্ছেন। প্রশিক্ষণ নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।

    তিনি আরও বলেন, যারা কখনো প্রশিক্ষণের সুযোগ পাননি, বিশেষ করে মাঠপর্যায়ের ও সিনিয়র সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া উচিত। তা না হলে এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

    সচেতন মহল মনে করছেন, প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা জরুরি। সেই ডাটাবেজের মাধ্যমে কারা কতবার প্রশিক্ষণ নিয়েছেন তা যাচাই করা গেলে স্বজনপ্রীতি ও বৈষম্য কমবে। একই সঙ্গে অঞ্চলভিত্তিক ও অভিজ্ঞতাভিত্তিক সমন্বয় নিশ্চিত না করা হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন তারা।

  • জাতীয় শিক্ষা সপ্তাহে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বে ধারাবাহিক সাফল্যের দীপ্ত প্রতীক

    জাতীয় শিক্ষা সপ্তাহে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বে ধারাবাহিক সাফল্যের দীপ্ত প্রতীক

    এস.এম.সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ইট–সুরকির কাঠামো নয়, বরং তা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারখানা। সেই দর্শনকে বুকে ধারণ করে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় যুগের পর যুগ ধরে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে যাচ্ছে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এবারের মূল্যায়নে আবারও সেই আলোর স্বীকৃতি মিলেছে—উপজেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি অর্জন করেছে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব।
    এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের পরিকল্পিত প্রয়াস, নিষ্ঠাবান নেতৃত্ব, দক্ষ শিক্ষকমণ্ডলী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
    ঐতিহ্য ও অগ্রগতির সম্মিলন
    মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সমন্বিত শিক্ষাধারাই প্রতিষ্ঠানটিকে অন্যদের থেকে আলাদা করেছে।
    জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়া সেই ধারাবাহিক মানোন্নয়নেরই স্বীকৃতি।
    নেতৃত্বে শ্রেষ্ঠত্বের অনন্য উদাহরণ
    এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে যাঁর অবদান অনস্বীকার্য, তিনি হলেন মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ড. মো: রুহুল আমীন খান। জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তাঁর নির্বাচিত হওয়া পুরো প্রতিষ্ঠানের জন্য এক বিরল সম্মান।
    ড. মো: রুহুল আমীন খান একজন দূরদর্শী শিক্ষানেতা। তাঁর নেতৃত্বে মাদ্রাসাটিতে শৃঙ্খলাবদ্ধ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাকেন্দ্রে রূপ দিয়েছেন।
    তাঁর নেতৃত্বে সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশ, পরীক্ষার ফলাফলের উন্নয়ন এবং অভিভাবক সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
    পাঠদানে নিষ্ঠার স্বীকৃতি
    জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে মাদ্রাসার সম্মান বৃদ্ধি করেছেন এস. এম. আব্দুল গণি। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে আসছেন।
    শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন, শিক্ষার্থীদের মেধা অনুযায়ী পাঠদান এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তিনি শ্রেণিকক্ষে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছেন। তাঁর এই স্বীকৃতি মাদ্রাসার শিক্ষাদানের সার্বিক মানেরই প্রতিফলন।
    মেধা ও শৃঙ্খলার উজ্জ্বল দৃষ্টান্ত
    শিক্ষার্থীদের মধ্য থেকেও এসেছে গৌরবোজ্জ্বল সাফল্য। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সানজিদা বিনতে জাকির। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মাদ্রাসার শিক্ষার মান ও পরিচর্যার প্রমাণ।
    নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং নৈতিক মূল্যবোধে দৃঢ়তা তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তার সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
    আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার উৎসব
    এই একাধিক অর্জনে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
    ভবিষ্যতের পথে দৃঢ় প্রত্যয়
    জাতীয় শিক্ষা সপ্তাহে অর্জিত এই সাফল্য মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার জন্য এক নতুন দায়িত্বও বয়ে এনেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ে তুলবে এবং জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
    এক কথায়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি একটি আদর্শ গড়ে তোলার প্রতিশ্রুতি, একটি আলোকিত ভবিষ্যতের স্বপ্ন।

  • চারঘাট মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জাকিরুল ইসলাম বিকুল

    চারঘাট মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জাকিরুল ইসলাম বিকুল

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলার “চারঘাট মহিলা কলেজ” এর এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক ২ বারের মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে সম্প্রতি এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জাকিরুল ইসলাম বিকুল। কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও মানসম্মত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    জাকিরুল ইসলাম বিকুল দীর্ঘদিন ধরে চারঘাট অঞ্চলের শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পৌরসভার মেয়র থাকাকালীন সময়েও তিনি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেন, যা এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

    সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিকুল বলেন, চারঘাট মহিলা কলেজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।
    এদিকে তাঁর এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে চারঘাট মহিলা কলেজ নতুন করে সুনাম ও অগ্রগতি অর্জন করবে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জো-রদার

    পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জো-রদার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

    নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার বিকেলে (১৪ জানুয়ারি) সেনাবাহিনীর একটি টহল দল পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে। টহল ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল রক্ষা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ ধরনের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কা-রাদণ্ড

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কা-রাদণ্ড

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল তৈরি সরবরাহকারি চক্রের ১ সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার।পরে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

    জানা যায়,১৪ জানুয়ারী ( বুধবার)  বিকালে পৌরশহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯শতক জমির মধ্যে ৩শতক জমি নিজ পুত্রকে ওশিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় সাব-রেজিস্ট্রার অফিসে।দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাবরেজিস্ট্রারের কাছে যায়। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ মনে হলে,রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাবাদ করে। তারা জানায় হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃরহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০হাজার টাকার বিনিময়ে এ জবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভূয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলির তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেছেন। তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরি চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান–প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভূয়া প্রমানিত হলে তাদের জিজ্ঞাবাদ করি তারা স্বীকার করলে সহকারি কমিশনারকে কল করা হলে তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন।

  • তেঁতুলিয়ায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে শতাধিক শীতার্তদের কম্বল বিতরণ

    তেঁতুলিয়ায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে শতাধিক শীতার্তদের কম্বল বিতরণ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।

    বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাগুরায় রওশনা আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ হতে এসব শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ।

    শিশু স্বর্গের তেঁতুলিয়া উপজেলা র সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু বলেন “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এবারের এই শীতে দেশের ১৫ জেলার ৩০ স্পটে ৩০০০ পিস ভালোমানের কম্বল
    অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করেছেন।

    বিতরণ অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান, সহ-সহ-সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলহাজ উদ্দিনসহ উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।