Blog

  • রাজশাহী-১ আসনে শরীফ উদ্দিন প্রার্থী হওয়ায় বিএনপিতে প্রা-ণচাঞ্চল্য

    রাজশাহী-১ আসনে শরীফ উদ্দিন প্রার্থী হওয়ায় বিএনপিতে প্রা-ণচাঞ্চল্য

    আলিফ হোসেন,তানোরঃ
    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন দলীয় মনোনয়ন পেয়েছেন।এতে দলের আদর্শিক, প্রবীণ, ত্যাগী,পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের পাশাপাশি তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত,ফিরেছে প্রাণচাঞ্চল্য। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শরিফ উদ্দিনের আহবানে সাড়া দিয়ে অতীতের ভেদাভেদ ভুলে বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা, আগামিতে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ও মতবিরোধ ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল, তারাও তার আহবানে সাড়া দিয়ে নির্বাচন সামনে রেখে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর দলটির দলীয় কার্যালয় নেতা ও কর্মী-সমর্থকদের পদচারণা মুখর জমজমাট হয়ে উঠেছে।রাজনীতিতে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের নেতৃত্ব, সেটাও শরিফ উদ্দিনকে দিয়ে পুরুণ হয়েছে।
    জানা গেছে, রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন পর বইছে ঐক্যর হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবণ করে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এতে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে বইছে ঐক্যর সু-বাতাস।এদিকে সাধারণ ভোটারদের মাঝেও ভোট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। শরিফ উদ্দিনের মনোনয়নকে সমর্থন জানিয়ে আনন্দ-উল্লাস প্রকাশ ও তৃণমুলে উৎসবের আমেজ বিরাজ করছে।
    তানোর উপজেলা বিএনপির সাবেক
    সম্পাদক মফিজ উদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা অপেক্ষায় ছিলাম প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের নেতৃত্ব পেতে। মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মনোনয়নের মধ্য দিয়ে আমাদের সেই আশা পুরণ হয়েছে। শরিফ উদ্দিনকে ধানের শীষের প্রার্থী করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আসনটি এবার উপহার দিতে চাই। তানোর
    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন শুধু দলের একজন নেতাই নন। এ অঞ্চলের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে তার। তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
    তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন বলেন, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন একজন উদার মনের ত্যাগী নেতা। তিনি বলেন,তাকে মনোনয়ন দিয়ে এই জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি বিএনপি সম্মান জানিয়েছে। এখন এই সম্মানের প্রতি সম্মান দিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।#

  • চারঘাটে জমিজমা বি-রোধে প্র-তিপক্ষের ছু-রিকাঘাতে এক ব্যাক্তি খু-ন-আ-টক ১

    চারঘাটে জমিজমা বি-রোধে প্র-তিপক্ষের ছু-রিকাঘাতে এক ব্যাক্তি খু-ন-আ-টক ১

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন।

    সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫ টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) এর সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জিশু মারা যান।

    এ দিকে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে বাবর আলী পালিয়ে এক বাড়ীতে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ গোপন সংবাদে নিশ্চিত হয়ে ওই বাড়ী ঘেরাও করে বাবর আলীকে গ্রেফতার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে।

    চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি বাবর আলীকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গোদাগাড়ীর এক সময়ের আ-লোচিত ইউএনও নাজমুল ইসলাম সরকার হলেন চাঁদপুর জেলার ডিসি

    গোদাগাড়ীর এক সময়ের আ-লোচিত ইউএনও নাজমুল ইসলাম সরকার হলেন চাঁদপুর জেলার ডিসি

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ ছেলেকে এক সময়ের রাজশাহীর গোদাগাড়ীর ইউএনও নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুর জেলা প্রশাসক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করায় গোদাগাড়ীতে বইছে আনন্দের বন্যা। অনেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে ছবি পোষ্ট করেছেন। রাষ্ট্রপতির অনুমতিক্রে উপসচিব
    আমিনুল ইসলাম স্বাক্ষিত স্মারক নং ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০১.২৫.৪২৩ তারিখ তারিখ ৯/১১/২৫ ইং পরিচালক প্রধান উপদেষ্টার মোঃ নাজমুল ইসলাম সরকার (১৬৫৭৫) কে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

    মোঃ নাজমুল ইসলাম সরকার ছিলেন গোদাগাড়ীর একজন সৎ, যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), যিনি ২০২০ সালের জুন মাসে গোদাগাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বদলি হন। তার বদলির পর আলমগীর হোসেন গোদাগাড়ীর ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    তিনি গোদাগাড়ী উপজেলায় ০৮/১২/২০২৯ হতে ০৯/০৬/২০২০ ইং সাল পর্যন্ত কর্মরত ছিলেন। গোদাগাড়ী উপজেলায় থাকাকালীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং সরকারি দায়িত্ব পালন করেছেন, যেমন বার্ষিক আর্থিক ও প্রশাসনিক প্রতিবেদন ২০১৮-২০১৯ ’ তৈরিতে অবদান রাখেন। তিনি দলীয় বিবেচনায় ভিজিএফ, ভিজিডি, টাবিখার নামের তালিকা বাতিল করে গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সরকারী কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ করে সুবিধাভোগীদের জাতীয় পরিচয় পত্র দিয়ে
    অন লাইন ডাটাবেজ তৈরী করেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হন। ফলে প্রকৃত হকদার গণ এ সুবিধা পেয়ে ছিলেন। রাজনৈতিক ক্যাডার, রাজকীয় পরিবার, পাকা বাড়ী, হোন্ডার মালিক, নেতা, উপনেতা,পাতিনেতাদের কার্ড বাতিল হয়ে যায়। ফলে তিনি নেতা পাতিনেতাদের বিরাগভাজন হয়েছিলেন। এতে তিনি দমে যান নি। তিনি একটি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যেখানে একটি বাড়ি থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়, যার ফলে একজন আওয়ামী লীগ নেতাকে স্বপনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। 
    রিশিকুল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু ৩ জন দুস্থের ভিজিডি কার্ডের সুবিধা আত্নসাৎ করায় তার নিকট হতে ৫ গুন বেশী চাউল আদায় করে তাকে ক্ষমা করেন। এখানে কয়েকজন প্রভাবশালী এমপি, উপজেলা চেয়ারম্যান তদবির করে কোন লাভ হয় নি। তিনি গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলায় কয়েকজন মেধাবী শিক্ষার্থী ২০০০ টাকা করে নিজস্ব থেকে মাসিক বৃত্তি দিয়েছেন বলে জানান মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। তিনি বলেন, আমার স্কুলের জন শিক্ষার্থী নিয়মিত পেয়েছে।

    তিনি গোদাগাড়ীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান উন্নয়ন ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে উৎসাহ দিয়ে ছিলেন। তিনি গোদাগাড়ীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে শিক্ষক কর্মচারীগণ সাফিনা কিংবা রাজশাহীর বিজিবি পার্কে কথিত শিক্ষক মিলন মেলা, পিকনিক করার যে রীতি চালু ছিল সে বন্ধ করার জন্য সকল শিক্ষক নেতাদের মিটিং করে ছুটির দিনে করার জন্য নির্দেশনা দিয়ে শিক্ষাবান্ধব ইউএনও পরিনত হন। এ ধরনের সাহসী ইউএনও দেশে বিরল।

    মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মেধাবী ছাত্রী, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমি বলেন নাজমুল ইসলাম সরকার স্যার খুব ভাল মনের মানুষ ছিলেন। তিনি পড়া লিখার পাশাপাশি উপজেলার শিক্ষার্থীদের খেলাধুলার ব্যপারে বেশ সচেতন ছিলেন। আমরা রাজশাহীর কালেক্টরেট মাঠে সেমি ফাইনাল ক্রিকেট খেলার জন্য রেডি হচ্ছিলাম তখন স্যার আমাদের সাথে দেখা করেন উৎসাহ দেন এবং ১৭শ টাকা দিয়ে বলেছিলেন আমার বেতনের টাকা দিলাম তোমারা ভালভাবে খেলবে গোদাগাড়ী, রাজশাহী জেলা, তথা দেশের মুখ উজ্জ্বল করবে। রুমি আরও বলেন, স্যার বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর গান গায়তেন। আমাদের স্যারের গাওয়া কয়েকটি গান মুখস্থ হয়ে গিয়ে ছিল।

    বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন ইউএনও স্যার খুব ভালো ছিলেন ১ পয়সা উৎকোচ নিতেন না কাউকে নিতে দিতে না। তিনিই অফিসে লিখেছেন আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। একই মন্তব্য করেন চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএন রিদওয়ান ফেরদৌস, গোগ্রাম আর্দশ বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • সুজানগরে তারুণ্যের উৎসবের বিত-র্ক প্র-তিযোগিতা অনুষ্ঠিত

    সুজানগরে তারুণ্যের উৎসবের বিত-র্ক প্র-তিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিষয়ের উপর উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।স্কুল পর্যায়ে পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন শেষে বিচারকগনের রায়ে বিজয়ী হয় সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় আর রানার-আপ হয় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন প্রতিটি শিক্ষার্থীর জন্য বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমেই একজন মেধাবী শিক্ষার্থী নিজেকে সুবক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বিতর্ক করলে নিজের পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বই পড়তে হয়। এতে করে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞানের পরিধির বিস্তার লাভ ঘটে। তাই শিক্ষার্থীদের বেশি বেশি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রতি আহ্বান জানান তিনি। আর শুধু সরকারি ভাবেই নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি প্রতিষ্ঠানগুলোও এই ধরণের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারেন।এছাড়া নিজের সন্তানকে একজন মেধাবী ও বই পড়–য়া হিসেবে গড়ে তুলতে হলে বিতর্কের সঙ্গে যুক্ত করার কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা ব্যক্ত করেন তিনি।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • মঞ্চ নাটকে অনন্য অব-দানের জন্য বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের সন্তান ডালিম রহমান

    মঞ্চ নাটকে অনন্য অব-দানের জন্য বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের সন্তান ডালিম রহমান

    লিটন মাহমুদ।।
    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    ৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর
    ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    সম্মাননা অনুষ্ঠানে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ এর নাট্যকর্মি, অভিনেতা ও সংগঠক ডালিম রহমান এই সম্মাননা পান। নকশি কাঁথার মাঠ নাটকের জন্য তিনি এই পদক পান।
    ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ এই আয়োজনে আজীবন সম্মাননা দেয়া হয় বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে।
    এছাড়া চলচ্চিত্র, টিভি ও ওটিটি মাধ্যমে তুমুল জনপ্রিয়তার কারণে ‘মোস্ট পপুলার অ্যাক্টর’-এর সম্মাননা পান মোশাররফ করিম। মোস্ট পপুলার অ্যাক্ট্রেস পুরস্কার অর্জন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।
    মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজারের অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিন্স মাহমুদ।
    ‘রঙ্গিলা কিতাব’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি, ‘জিন-৩’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান আবদুন নূর সজল, একই ছবির জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান দিলশাদ নাহার কণা,
    শ্রেষ্ঠ গীতিকারের পদক পান রবিউল ইসলাম জীবন। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান আবু রায়হান জুয়েল।
    ‘স্যালুট’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান রাশেদ সীমান্ত, ‘খোয়াবনামা’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা তৌসিফ মাহবুব। ‘সাদী মুবারক’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান রোবেনা রেজা জুঁই,
    ওটিটি বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান (পেট কাটা ষ-২) কাজী নওশাবা আহমেদ। শ্রেষ্ঠ পরিচালক হন রাইসুল তমাল (নাটক: শ্যাওলা ফুল), শ্রেষ্ঠ পরিচালক অনন্য ইমন (নাটক: অভাব),
    সেরা গানের অনুষ্ঠান বৈশাখীর গোল্ডেন সংয়ের জন্য প্রযোজক লিটু সোলায়মান। নৃত্যশিল্পীর পুরস্কার পান মো. মোফাসসাল আল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন। শ্রেষ্ঠ গায়ক ফাহিম ইসলাম।
    এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা শামীম জামান, লুমিনো পিকচার্সের স্বত্বাধিকারী রাকিবুল হাসান তানভীর, মডেল নওরিন, শাখাওয়াত হোসেন শুভ ও রোস্তম মল্লিক।
    বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং
    বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম জিয়াউল কবির সুমনকে সম্মাননা প্রদান করা হয়।
    কবিতায় অনন্য অবদানের জন্য সম্মাননা পান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
    বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, কণ্ঠশিল্পী সায়েরা রেজা, প্রযোজক ধ্রুব গুহ, আসিফ ইকবাল আহমেদ ও রাজু আলীম।
    এছাড়াও বিনোদন সাংবাদিকতা ও সুস্থ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য পুরস্কার পান বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল (সাংগঠনিক), মাসুম অপু (সাংবাদিকতা), মোস্তফা মতিহার (সাংবাদিকতা),
    মাহমুদ মানজুর (সাংবাদিকতা ও গীতিকবিতা), জনি হক (সাংবাদিকতা), অনিন্দ্য মামুন (সাংবাদিকতা) ও মো.জাহিদুল ইসলাম (সাংবাদিকতা)।
    সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
    অনুষ্ঠান উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
    বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ,
    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস-এর সাবেক সভাপতি রাজু আলীম,
    এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল সিআইপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ।
    অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খান ও সহসাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব পান্থ আফজাল।
    জুরি বোর্ডে ছিলেন সুমন মোস্তফা (চেয়ারম্যান), পান্থ আফজাল (সদস্য সচিব), অন্য সদস্যরা হলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, বখতিয়ার জন ও শিব শংকর মোাদক।
    পদক প্রদান শেষে অনুষ্ঠানে হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • মুন্সীগঞ্জে চরাঞ্চলে নির্বাচনের আগে উ-ত্তপ্ত ৭ দিনের মাথায় আবারও খু-ন

    মুন্সীগঞ্জে চরাঞ্চলে নির্বাচনের আগে উ-ত্তপ্ত ৭ দিনের মাথায় আবারও খু-ন

    লিটন মাহমুদ।।
    মুন্সীগঞ্জ প্রতিনিধি ।।

    মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর ৩৫ নামে এক যুবক নিহত হয়েছে।
    এই ঘটনায় নিহত আরিফ মীরের চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
    আজ ১০ই নভেম্বর রোজ সোমবার ভোর ছয়টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এই রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটনাটি ঘটে ।

    নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর, খাইরুদ্দি গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

    ১০ই নভেম্বর রোজ সোমবার সকালে নিহত আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন।

    আরিফ ও ইমরানকে উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইমরানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আরিফকে হাসপাতালে আনার আগেই মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • নেছারাবাদে প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চু-রির চেষ্টা ব্য-র্থ

    নেছারাবাদে প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চু-রির চেষ্টা ব্য-র্থ

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি৷

    পিরোজপুরের নেছারাবাদে প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। কুকুরটি চোরের আঘাতে আহত হয়ে দুদিন ধরে খাওয়া বন্ধ করে কষ্টে কাতরাচ্ছে। আহত কুকুরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুমাইয়া আক্তার নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে সুমাইয়া আক্তার উল্লেখ করেন, বিবাদীরা তার চাচাতো দেবর। তাদের মধ্যে শাওন নামের একজন ব্যক্তি চোর, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। শাওনের নামে পূর্বেও নানা অভিযোগ রয়েছে।

    অভিযোগে তিনি আরও জানান, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় তিনি ছোট দুই সন্তান ও অসুস্থ শ্বশুর-শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকেন। প্রায়ই শাওন বাড়িতে এলে ঘরের মালামাল চুরি হয়ে যায়। এক সপ্তাহ আগে তার ঘরের সামনে রাখা রড ও বিদ্যুতের তার চুরি হয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। বিষয়টি শাওনের ভাই সাগরকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

    এরপর গত শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে, ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাড়ির কুকুরের চিৎকারে সুমাইয়া আক্তারের ঘুম ভেঙে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শাওন তাদের মোটরসাইকেল চুরির চেষ্টা করছে। বাধা দিতে গেলে শাওন কুকুরটিকে লাঠি ও ইট ছুড়ে মারার চেষ্টা করে, এতে মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভেঙে যায়। কুকুরের প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত শাওন ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

    ঘটনার পরের দিন রবিবার সকালে শাওন ও তার ভাই সাগর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও শাশুড়িকে মারধরের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় মিস্ত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    সুমাইয়া আক্তার বলেন, “বিবাদীরা আমাদের নিয়মিত ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান,“আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।

  • পাইকগাছায় রা-সায়নিক মুক্ত  জা-গ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে

    পাইকগাছায় রা-সায়নিক মুক্ত জা-গ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছায় রাসায়নিক মুক্ত জাগ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে। কার্বাইডে পাকানো ফলের স্বাদ ভালো হয় না আবার স্বাস্থ্যের পক্ষেও প্রচণ্ড ক্ষতিকর। রাসায়নিকভাবে পাকানো ফলের মধ্যে উপস্থিত খনিজ ও পুষ্টিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর ফলে আর্সেনিক ও ফসফরাসের মতো বিষাক্ত উপাদান ভরে যায়। প্রাকৃতিক উপায়ে পাকানো ফলের মিষ্টি ঘ্রাণ বা রসাল স্বাদ এই সময়ে অন্যতম আকর্ষণ। তাই প্রাকৃতিক উপায়ে জাগ দিয়ে পাকানো কলায় কার্বাইড না থাকায় চাহিদা বাড়ছে।

    একটি এয়ারটাইট ছোট কুঠুরি বা তন্দুরের ভিতর কাঁচা কলা রেখে কুপি বা স্টোভের হাল্কা আগুন জ্বালিয়ে মুখ বন্ধ করে কিছুক্ষণ রেখে কলা বের করা হয় এবং হিটে কলা পাকা শুরু হয়। এটাকেই জাগ দেয়া বলা হয়।
    জাগ দিয়ে ফল পাকানো একটি বিশেষ প্রক্রিয়ায়, যেমন একটি বদ্ধ ঘরে হালকা আগুনের সাহায্যে বা অন্য কোনো উষ্ণ পরিবেশে রেখে ফলকে কৃত্রিমভাবে পাকানো। এই পদ্ধতিতে সাধারণত কাঁচা ফলকে দ্রুত পাকার জন্য ব্যবহার করা হয়, যা বাণিজ্যিকভাবে বা বাজারে বিক্রির জন্য করা হয়ে থাকে। যেহেতু বাণিজ্যিকভাবে গাছপাকা কলা বাজারজাত করা সম্ভব নয়। বাজারজাত করা পাকা কলার বেশিরভাগই জাগ দিয়ে পাকানো।
    পাইকগাছার নতুন বাজারের কলা ব্যবসায়ী মোঃ মিজানুর বিশ্বাস তার কলার আড়ত ঘরে প্রাকৃতিক উপায়ে কলা পাকানোর জন্য ছোট কুঠুরি তৈরি করেছেন। কুঠুরি ঘরে কলা সাজিয়ে ভিতরে মাটির মালসায় তুষের আগুন জ্বেলে রাখে এবং ছোট দরজা মুখ মোটা বস্তা দিয়ে বন্ধ করে রাখেন। প্রতি দিন সকালে জাগ দেওয়া কলা বের করে আবার নতুন কলা জাগে দেন। জাগে দেওয়া কলা বাহিরে বাতাসে রাখলে পেকে মন কাড়া হলুদ রং ধারণ করে।
    কলা ব্যবসায়ী মোঃ মিজানুর বিশ্বাস জানান, আঠার মাইল ও কপিলমুনি বাজার থেকে ২২ থেকে ২৫টাকা দরে পুষ্ট কাচা কলা কিনে আনে জাগ দিয়ে পাকিয়ে পাইকারি ও খুচরা বিক্রি করেন। পাইকারি ২৭-২৮ টাকা দরে আর খুচরা ৩০ টাকা দরে বিক্রি করেন। তার কলা কেমিক্যাল মুক্ত জাগ দিয়ে পাকানোয় ক্রেতায় নির্ভয়ে কিনছে। তাছাড়া বোয়ালিয়া মোড়, মানিকতলা বাজারে লতিফ, রজ্ঞুসহ ৪-৫ জন কলা ব্যবসায়ী জাগ দিয়ে কলা পাকিয়ে বাজার জাত করছে। বিক্রি ও চাহিদাও বাড়ছে।
    প্রতিদিন সকালে জাগ দিয়ে পাকানো কলা ব্যবসায়ীরা পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি করছে। রাসায়নিক মুক্ত জাগ দিয়ে পাকানো কলায় স্বাস্থ্য ঝুকি নেই।
    উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল বলেন, কার্বাইড দিয়ে পাকানো ফল বা কলা স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। কার্বাইড মুক্ত কলা পাকানোর জন্য আমি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে জাগ দেয়া ঘর ছোট কুঠুরি তৈরি করিয়েছি। পাইকগাছা থেকে কার্বাইড মুক্ত করা হয়েছে এবং তদারকিও অব্যহত রয়েছে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চে-তনানাশক ওষুধ খাই-য়ে স্বর্ণালংকার লু-ট

    পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চে-তনানাশক ওষুধ খাই-য়ে স্বর্ণালংকার লু-ট

    পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডে মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী আবু ইউসুফ ও তাঁর স্ত্রী বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    অসুস্থ আবু ইউসুফের ছোট ভাই মো. মফিজুল ইসলাম (৩৮) জানান, “আমার দুই ভাতিজা চাকরির কারণে বাইরে থাকে। ভাই ও ভাবি একাই বাড়িতে ছিলেন। রাতে খাবারের সঙ্গে কোনোভাবে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল বলে আমাদের সন্দেহ। খাবার খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”

    সোমবার সকালে তাঁদের জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো এবং গহনাগুলো উধাও।

    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিরাপদ মণ্ডল জানান, “অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

    এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    উল্লেখ্য, সম্প্রতি পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরি ও লুটের এমন ঘটনা প্রায়ই ঘটছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র স্মৃ-তিসৌধ নির্মাণ

    বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র স্মৃ-তিসৌধ নির্মাণ

    সাব্বির হোসেন, বানারীপাড়া//
    বরিশালের বানারীপাড়ায় জাতীয় স্মৃতি সৌধের আদলে উপজেলা পরিষদ চত্বরে একটি স্মৃতিসৌধ নির্মাণ কাজ চলছে। উপজেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিকে ধরে রাখতে স্থায়ীভাবে সেখানে দৃষ্টিনন্দন আঞ্চলিক স্মৃতিসৌধ নির্মাণ করছে বানারীপাড়া উপজেলা প্রশাসন।

    এ স্মৃতি সৌধের মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীর সেনাদের সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অক্টোবরের মাঝামাঝি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।

    বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান জানান,
    স্মৃতিসৌধটি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আবেগ ধরে রাখতে পারছে না দেশের বীর সন্তানরা। বীর মুক্তিযোদ্ধারের স্বাধিকার আন্দোলনকে স্মরণে রাখতে ও ঐতিহাসিক দিনগুলো স্মরণ করে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের আদলে উপজেলা পরিষদ চত্বরে অনুরূপ ক্ষুদ্র একটি স্মৃতিসৌধ নির্মাণ করছি।

    প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নির্মাণে কাজের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।

    মোঃ সাব্বির হোসেন ।।