September 16, 2025, 12:07 am
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
সিরাতুন্নবী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে নৌ র্যালির আয়োজন করা হয়েছে। নৌ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সালঈদীর পুত্র শামীম সাঈদী। ঐ র্যালিতে হিন্দু সম্প্রদায়ের জলাবাড়ি ও আটঘর কুড়িয়ানার শতাধিক লোকজন র্যালি শেষে তার সাথে দেখা করেন এবং বাংলাদেশ জামায়েত ইসলামীতে যোগদানের সময় তিনি ঐ কথা বলেন।
১৩ই সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় জগন্নাথকাঠি বন্দর থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসের সামনে মসজিদ ঘাট থেকে শতাধিক টলার নিয়ে র্যালিটি শুরু হয়। র্যালিতে জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ, ছাত্র শিবির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঐ নৌ র্যালির অংশগ্রহণ করে।
নেছারাবাদ উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদের দিক নির্দেশনায় র্যালিটি পরিচালিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে মিয়ারহাট বন্দরে এসে শেষ হয়।
পূর্বে দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় জলাবাড়ি এবং আটঘর কুড়িয়ানা থেকে ঐ নৌর্যালিতে অংশ নেয়া প্রায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন, সামীম সাঈদীর সাথে দেখা করে জামাইয়েত ইসলামীতে যোগদান করেন। এ সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা আওয়ামীলীগ দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি তারা সবাই আমাদের স্বার্থের জন্য ব্যবহার করেছে। তাই আমরা জামায়েত ইসলামী যোগ দিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দেব।
এসময় শামীম সাঈদী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামে সবার জন্য দরজা খোলা যারাই জামায়েত ইসলামের যোগ দিতে চায় আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো। এই পিরিজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমপি ছিলেন, তার সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে ছিল তাই তারা মনে করছেন জামায়েত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা শান্তিতে থাকতে পারবেন।এজন্য তারা জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন।
এ সময় শামীম সাঈদীর সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা জাময়েত ইসলামির সহকারী সেক্রেটারি মাওলানা মো আব্দুর রাজ্জাক, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মো মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো জহিরুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কর্মপরিষদ সদস্য মো গোলাম আযম আছলাম, শাহ মোঃ জাকির হোসাইন, মো সাইদুর রহমান, মজলিশে শূরা সদস্য মো মাছুম বিল্লাহ, মাওলানা আবুল হালিম প্রমুখ।