August 18, 2025, 2:17 am
স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও সাগর রুনিসহ যেসকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।
মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫ইং) রাত ৮টায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের আয়োজনে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ক্যাফে ঊষা হোটেলে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, কোষাধক্ষ্য নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম নয়ন, পলাশ হাওলাদার, মোজাম্মেল মোল্লা সাগর, আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী আক্তার তিশা, শাকিল শেখ, সবুজ খান, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান খান এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক, ক্যাফে ঊষা হোটেলের ম্যানেজার আব্দুল হালিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক নেতৃবৃন্দ উক্ত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে যেসকল সাংবাদিককে হত্যা করা হয়েছে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, সেই সাথে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে সামান্য খাবার বিতরণ করা হয়।