July 13, 2025, 10:59 pm
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১২ ই জুলাই শনিবার সকাল ৯টায় বার্ষিক কর্মী সম্মেলন শুরু হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহআল-গালিব।
সম্মেলনে প্রধান অতিথির ভাষণে আহলেহাদীছ যুবসংঘ-এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে ইসলাম-ই হোক রাষ্ট্রচেতনা! তিনি আরো বলেন, ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ছিল ইসলাম। সেই চেতনার উপরেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তিনি যুবসমাজকে রাসূলুল্হলাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, এদেশের প্রকৃত শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক উন্নয়নের জন্য পশ্চিমা ধর্মনিরপেক্ষতাবাদ কিংবা গণতন্ত্র নয়, বরং ইসলামী আদর্শভিত্তিক খেলাফতের রাজনীতিই হতে পারে একমাত্র কার্যকর ও ফলপ্রসূ পথ। এ লক্ষ্যে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে ইসলামী খেলাফতের পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করার জন্য তিনি জোরালো আহবান জানান।
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্দপাদক ড. কাবীরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার।
এছাড়াও আহলেহাদীছ ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা. শওকত হাসান, ‘আল-‘আওন’ স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা’র সাধারণ স¤পাদক ড. মুখতারুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, আসাদুল্লাহ, বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম ও বিভিন্ন যেলা ‘যুবসংঘে’র সভাপতি ও প্রতিনিধিবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।