July 14, 2025, 10:52 am
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
রংপুর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতের প্রায় ৭ শতাধিক চারা রোপন করায় চারিদিক সবুজের সমারহ ঘটেছে। ঝোপঝাড়ে থাকা বিলে সবুজ প্রাণের স্পন্দন ছড়িয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতঘোপা বিলপাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। “আজকের গাছ, আগামীর নিশ্বাস” স্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সরাসরি তত্ত্বাবধানে আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত পরিবেশ উৎসব। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক , স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা। বিলপাড়জুড়ে আম, কাঁঠাল, তাল, নারিকেল, বেলসহ বিভিন্ন জাতের শত শত চারা রোপণ করা হয়।
ইউএনও রুবেল রানা বলেন, “ আজ যে গাছ আমরা রোপণ করছি, তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে এই এলাকার জলবায়ু, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, “আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং তার সঠিক পরিচর্যার মাধ্যমে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা। হাতঘোপা বিলের সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাই আমাদের মূল উদ্দেশ্য।”
বৃক্ষরোপন করতে আসা, সাদেক আলী বলেন, হাত ঘোপা বিলে বৃক্ষরোপন কর্মসূচি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, উপজেলা প্রশাসন কে আমরা এলাকাবাসীরা এমন উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানাই।