July 14, 2025, 3:23 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডে ভারি বর্ষার সময় গতকাল মধ্যে রাত্রে একটি চুরির ঘটনা ঘটেছে। আজ স্থানীয় মসজিদবাড়ি এলাকার বাসিন্দা ও আলফা ড্রাইভার মামুনের ঘরে সিঁধ কেটে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।
জানা যায়, চোরেরা ঘরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ‘স্মৃতি’ হিসেবে একটি দা রেখে যায়।
স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে যাদের মাটির ঘর রয়েছে তারা যেন সতর্ক থাকেন। ঘরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে বা ব্যাংকে সংরক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—অত্যন্ত জরুরি ভিত্তিতে এলাকায় রাত্রীকালীন পাহারা বৃদ্ধি, চোর শনাক্তে কার্যকর তদন্ত এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।