July 14, 2025, 2:33 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভি-যানে ইয়া-বা ও বিদেশী অ-স্ত্র, গু-লিসহ ১ জন আট-ক তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ বিএনপি নেতার বিরু-দ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দ-খল, মা-মলা হাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরো-ধে সুষ্ঠ বিচা-র পাওয়ার দাবি-তে সংবাদ সম্মেলন
পটিয়ায় জো-রপূর্বক জায়গা দখ-ল চেষ্টার অভি-যোগ

পটিয়ায় জো-রপূর্বক জায়গা দখ-ল চেষ্টার অভি-যোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের পটিয়ায় জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক বৃদ্ধ।
অভিযোগকারী হলেন,পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আইয়ুব বাবুলের বাড়ির মৃত আবিদুর রহমানের ছেলে সোলতান আহমদ চৌধুরী (৬৯)।
এ ঘটনায় পটিয়া থানায় সোলতান আহমদ চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায়
একটি সাধারণ ডায়েরি করেন। বাদী ও ডায়েরি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় সুচক্রদন্ডী মৌজার আর এস ২৩২১ ও ২৩২২ দাগে বাদীর জমি জোর নির্মাণ সামগ্রী মজুত করে কাজ করছে। উক্ত জায়গা নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বাদী সোলতান আহমদ চৌধুরী জানান, আমি বিবাদীগনের সহিত বিবাদ নিষ্পত্তি করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে একাধিকবার চেষ্টা করি। কিন্তু বিবাদীগন কাহারো বিচার মানে না বলে জানায়। বর্তমানে বিবাদীগন আমার খরিদেয় সম্পত্তির মধ্যে নির্মান কাজ করার প্রস্তুতি গ্রহন করেছে। বিবাদীগনকে আমার খরিদেয় সম্পত্তির মধ্যে নির্মান কাজ করিতে নিষেধ করলে বিবাদীগন আমার কথায় কর্নপাত না করে উপুযপরি আমার সহিত মারমুখী আচরন করে ও আমাকে বিবাদমান জায়গার দাবি ছেড়ে দিতে বলে। আমি বর্ণিত জমি দখল বেদখলকে কেন্দ্র করে উক্ত স্থানের আইন শৃঙ্খলা পরিস্থীতির অবনতি সহ রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করিতেছি।
বিবাদীরা হলেন, (১) মোঃ রেজাউল হক (৩৫), পিতা-মোঃ এ কে ফজলুল হক সাং-খানমোহনা ধলঘাট ইউপি ২। মোঃ রমজান আলী (৩২) পিতা-আবদুল আলিম সাং-করল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি, ভাটিখাইন ইউপি ৩। মোঃ সফিকুল ইসলাম চৌধুরী (৪০) পিতা-মৌলভী আব্দুর রহিম সাং-আজিমপুর অলিরহাট, আলী আকবর চৌধুরী বাড়ি, কচুয়াই ইউপি সর্ব থানা-পটিয়া জেলা-চট্টগ্রাম ৪। মোঃ রহমত উল্ল্যাহ (৩০) পিতা-মোঃ হোসেন সাং-দক্ষিন করলডেঙ্গা আহল্লা মাতব্বর বাড়ি থানা-বোয়ালখালী জেলা-চট্টগ্রাম।
সোলতান আহমদ চৌধুরী পটিয়া থানার এসআই মো. কামাল মিয়া জানান, এ বিষয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি।

মহিউদ্দীন চৌধুরী
পটিয়া, চট্টগ্রাম।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD