July 14, 2025, 2:35 pm
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন এন্ড ক্লিন ফুলবাড়িয়া ’ কর্মসূচির আওতায় একদিনে ৯৬০ জন শিক্ষার্থী এবং ২০ টিরও অধিক প্রতিষ্ঠানে বিভিন্নজাতের গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক।
বুধবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন চত্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় ফুলবাড়িয়াকে গ্রীন এন্ড ক্লিন গড়ে তুলতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসাবে চারা বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক বলেন, ‘গ্রিন এন্ড ক্লিন ফুলবাড়িয়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি ফুলবাড়িয়াবাসী এর সুফল ভোগ করবে।
তিনি বলেন-বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার জন্য ব্যাপক আকারে গাছের চারা রোপণের একটি কার্যক্রম। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন ডাই অক্সাইড শোষণ, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি এবং ভূমি ক্ষয় রোধ করা যায়। সাধারণত, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই কর্মসূচি চলে এবং ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় প্রশাসন ও হর্টিকালচারের সাথে যোগাযোগ করে সুলভ মূল্যে চারা সংগ্রহ করা যেতে পারে। এসময় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব রয়েছে বলে জানিয়ে তিনি বলেন-গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে এবং গাছপালা ভূমি পৃষ্ঠের তাপমাত্রা কমাতে সাহায্য করে, যা পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। তিনি আশা পোষণ করেন শিক্ষার্থীরা এবং তাদের দ্বারা চারাগাছগুলো সযত্নে বেড়ে উঠবে।