July 14, 2025, 6:41 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন একজন স্কুল পরিচালক, একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং পেশাদার অপরাধী।
পুলিশ জানায়, অভিযানে একটি মাইকো হাই এক্স রয়েছে ও পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে,
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ প্রতাপপুর গ্রামে বাজার, এয়ারপোর্ট থানাধীন, গাড়ির মালিক মোঃ কবির মৃধার নিজ বাড়ির সামনে থেকে চুরি হওয়া গাড়িটি ঢাকা মেট্রো চ ১৩-৫২৮৯ নাম্বারের হাইয়েচ গাড়িটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—
মোক্তার হুসাইন (৪৫), স্কুল পরিচালক, নগরকান্দা
কিবরিয়া শেখ (৩৫), পূর্বসদরদী
শহিদুল ওরফে শহিদ (৪৫), গোপালগঞ্জ
পার্থ রায় (৪২), বোয়ালমারী
” দিনে সম্মানজনক পেশায়, রাতে ভয়ংকর অপকর্মে! চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।”