July 14, 2025, 6:44 pm
হেলাল শেখঃ পাবনার আমিনপুর, রূপপুর, মাসুমদিয়া, সাগরকান্দি, খলিলপুর, সুজানগর, দুলাই ও কাশিনাথপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চন্দ্রা, আশুলিয়া, সাভার, মিরপুরসহ সারাদেশে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (৭ জুলাই ২০২৫ইং) জানা গেছে, পুলিশ র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে কিছু অপরাধীকে আটক করলেও আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকাণ্ড করে। উল্লেখ্য, গত কয়েকদিনে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের হামলায় ৭জন আহত হয়েছেন।
জানা যায়, আশুলিয়ার চিত্রশাইল জামগড়া ও রূপায়ন আবাসন-১ এর মাঠ ও ধামসোনা ইউনিয়নের ভাদাইলসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। ভুক্তভোগীরা আশুলিয়া থানায় অভিযোগ করলেও কিছু পুলিশ অফিসার এসব অভিযোগের তদন্তই করেন না, পুলিশের নিরব ভুমিকা দেখে এলাকাবাসী সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলে ভুক্তভোগীরা জানান, কিছু অভিযোগের তদন্ত করলেও আসামী ধরতে পারেন না। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন ও ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মুখোশধারী কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা প্রায়ই ঘটে। দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে এমন ঘটনা প্রায়ই ঘটে। এসব ঘটনায় এলাকার সাধারণ জনগণের মনে আতঙ্কের সৃষ্টি তৈরি করেছে সন্ত্রাসীরা। অনেকেই দাবি করেন যে, ১৫ থেকে ২০ বছর বয়স বা তারচেয়ে বেশি বা কম বয়সের কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। এর কারণে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ফিটিংবাজি, চাঁদাবাজির ঘটনা প্রায়ই ঘটছে, আশুলিয়া থানায় অভিযোগ করলেও ভুক্তভোগীরা অনেকেই বিচার পাচ্ছেন না বলে জানায়।
আশুলিয়ার জামগড়া ও রূপায়ন আবাসন-১ এর মাঠসহ বিভিন্ন এলাকায় প্রায়ই ফিটিংবাজি মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমন সংবাদ শোনার পর তদন্তের জন্য পুলিশ টিম ঘটনাস্থলে গেলে কাউকেই পাওয়া যায় না বলে পুলিশ জানায়। এর আগে ১০-১৫জনকে আটক করা হয়েছে। এলাকাবাসী সহযোগিতা করলে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের গ্রেফতার করা সহজ হবে, আমাদের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ ও র্যাব জানায়। উল্লেখ্য এলাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ প্রতিটি এলাকাবাসী।#