July 4, 2025, 9:30 pm
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বেতাগী উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।
নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের ফজলে রাব্বি’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কোয়েল সিকদার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শহীদ মল্লিক, নুরুল ইসলাম মণি ফাউন্ডেশন’র সদস্য রুমন খান, মিনহাজুর রহমান-যুবরাজ ও আবু জাফর স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।