July 4, 2025, 11:04 pm
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারণে আগুন লেগে ছয়টি
বসতঘর সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে আসলেও ছয়টি ঘর পুড়ে শতভাগ ক্ষতিগ্রস্ত হয় ঘর মালিকরা , অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ।
আগুনে পুড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন- নয়াপাড়া এলাকার আব্দুস ছালাম এর পুত্র ইব্রাহিম খলিল, হারুনর রশীদ, রনি, মোহাইমিন , মৃত হাকিম উদ্দীনের পুত্র গোলাম মোস্তফা মৃত আক্কাস আলীর স্ত্রী আকিমুননেছা।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ী পরিদর্শন করতে ক্ষতিগ্রস্তদের সাথে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন, এবং প্রত্যেককে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করেন এবং পরিবার গুলোর ঘর পুনঃনির্মাণের জন্য ০২(দুই)বান্ডেল করে ঢেউটিন ও ০৬(ছয়)হাজার করে নগদ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন ইউএনও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ জানান-ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকীউল বারী স্যার ও আমি তাত্ক্ষণিক ভিজিট করি।পরিবার গুলোকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) এর পক্ষ থেকে বরাদ্দকৃত শুকনা খাবার প্যাকেট তুলে দেন ইউএনও স্যার। এসময় তিনি পরিবার গুলোর ঘর পুনঃনির্মাণের জন্য ০২(দুই)বান্ডেল করে ঢেউটিন ও ০৬(ছয়)হাজার করে নগদ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ক্ষতিগ্রস্তদের সান্তনা দিয়ে বলেন আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে ।তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের জন্য আবেদন করবো যাতে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী এমন আকস্মিক বিপদে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান