July 1, 2025, 1:40 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পিএফএস সদস্য ইয়াসমিন খাতুন ও টিপু খান প্রমুখ। সেমিনারে মোহাম্মদ আলী,এম মনিরুজ্জামান, এম মঞ্জুসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মী ও শতাধিক কৃষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার,পষ্টি খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন জরুরি। পাশাপাশি তারা কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কৃষিপণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ,বিপণন ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও তুলে ধরা হয় কংগ্রেসে। প্রধান অতিথির বক্তেব্য পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ বলেন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তিনি কৃষকদেরকে তাদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।