July 1, 2025, 3:22 pm
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’ এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেছারাবাদের স্বরূপকাঠিতে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নেছারাবাদ উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, নেছারাবাদ উপজেলা যুব ফোরাম এর আহবায়ক সুর্বনা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রুপান্তরের প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, সুন্দরবন জার্নালিষ্ট ফোরামের নেছারাবাদ উপজেলা আহবায়ক সাংবাদিক আনোয়ার হোসেন, উপজেলার যুব ফোরামের সদস্য, রুমানা আক্তার, রনি, রিমি, তন্নি হেনা,ফাহিমা শায়লা,রিয়াদুল ইসলাম প্রমুখ।
মোঃ হারিসুল ইসলাম এর সঞ্চালনায়, সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা জরুরি। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, তৃণমূল পর্যায় থেকে সবাই এগিয়ে এলে পরিবেশ রক্ষা সম্ভব।