July 2, 2025, 11:02 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য প্রফেসর ডা: এ, জেড, এম জাহিদ হোসেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির।
প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য প্রফেসর ডা: এ, জেড, এম জাহিদ হোসেন বলেন, একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। দলের আদর্শ ও কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর দিনাজপুর।