July 5, 2025, 5:38 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ শিবিরুল ইসলাম। তার যোগদানে ময়মনসিংহবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় তিনি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে তার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি জেলার সবচেয়ে ডেঞ্জারাস এলাকা গফরগাঁও থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করে গফরগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রেখে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কৃত হয়েছেন।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ৯ মাসে কোতোয়ালী মডেল থানায় ওসি বদলী হয় তিনজন। শিবিরুল ইসলাম ওসি হিসাবে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় চতুর্থ। ৫আগষ্টের পর ২২শে সেপ্টেম্বর-২৪ তারিখে পদায়নকৃত ওসি শফিকুল ইসলাম খান চলতি বছরের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। গতন ৫ মে-২৫ ওসি শফিকুল ইসলাম খান এর বদলীর পর জেলার ভালুকা মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মিজানুর রহমানকে কোতোয়ালী মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হলে তিনি থানায় যোগদান করার পর জানা যায় পদায়নকৃত ওসি নোয়াখালীর সেনবাগ থানায় বিএনপি নেতা নুরনবী বাচ্চুর দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি জানাজানি হলে সমালোচনার মুখে গত ২২ মে বিকেলে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম তাকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করেন। পর দীর্ঘ প্রায় ১৫ দিন থানায় ওসির পদায়ন না থাকায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। সবশেষে গত ৪ জুন ফিরোজ হোসেনকে ওসি হিসাবে পদায়ন করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন উন্নতি না হয়ে আরো চরম আকার ধারণ করায় মাত্র ১৯ দিন দায়িত্ব পালন করার পর তাকে ২৩ জুন বিকালে দায়িত্ব অবহেলাসহ বিভিন্ন অভিযোগে ক্লোজড করা হয়।
এর পর থেকে কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে কে যোগ দিচ্ছেন- এটা নিয়ে নগরময় আলোচনা ছিল। ২৪ জুন রাতে ওসি শিবিরুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায় রেঞ্জ ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ময়মনসিংহের মানুষ। একের পর ওসির বদলী- প্রত্যাহারে নগরীতে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে পৌছেছে তা পুনরুদ্ধারে ওসি শিবিরুল ইসলাম এর মত একজন সাহসী ও মেধাবী অফিসারের প্রয়োজন ছিলো বলে অনেকেই মন্তব্য করছেন। ময়মনসিংহবাসীর মতে- ওসি শিবিরুল ইসলাম তার সততা, দক্ষতা ও মেধার সংমিশ্রনে অর্পিত দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। এর আগেও তিনি কোতোয়ালি মডেল থানায় সাব ইন্সপেক্টর (এসআই) হিসাবে কর্মরত থেকে তার কর্মদক্ষতায় অপরাধ দমন এবং মানবিকতার কারণে তিনি নগরীতে ব্যাপক আলোচিত ছিলেন। অপরাধীদের কাছে আতঙ্ক হলেও অসহায়দের কাছে ভিন্ন এক মানুষ। বিচক্ষণতা যার মধ্যে অবিচল। কোতোয়ালি মডেল থানায় এস আই হিসেবে দায়িত্ব পালনকালে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ডাকাতি ও চুরি যাওয়া মূল্যবান মালামাল,মাদক উদ্ধার ছাড়াও ছিনতাই,চাঁদাবাজ চোর- ডাকাত গ্রেফতারসহ ক্লুলেস মার্ডার কেসের রহস্য উন্মোচন করে নগরব্যাপী আলোচিত হন তিনি। কোতোয়ালী মডেল থানায় তার যোগদানের ফলে ময়মনসিংহবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। আতঙ্কিত ময়মনসিংহ নগরীকে নিরাপদ আশ্রয়ের এলাকা হিসাবে উপহার দিবেন নবাগত ওসির কাছে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
মুন্সিগঞ্জ জেলার কৃতী সন্তান,বাংলাদেশ পুলিশের চৌকস,মেধাবী ও সাহসী এই পুলিশ অফিসার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি গত ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিলেটের মৌলভীবাজার ও নরসিংদী জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায় রেঞ্জ ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি শিবিরুল ইসলাম জানান, জনগণের কাঙ্খিত পুলিশী সেবা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করবো। দায়িত্ব পালনে তিনি ময়মনসিংহ বাসীর সহযোগিতা ও সকলের নিকট দোয়া কামনা করে ওসি জানান, জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন ।