July 11, 2025, 5:15 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
এতিমখানায় বেড়ে ওঠা ১২ বন্ধুর এসএসসি জয় কোটি টাকার ডিজিটাল প্রতা-রক শরীফুল ইসলাম গ্রে-ফতার ময়মনসিংহে ওসি শিবিরুলের অভি-যানে ১১০০ লিটার ম-দ উদ্ধার গ্রেফ-তার ১৫ ভালুকায় ইউএনও’র ব্যতি-ক্রমী উদ্যোগে পাল্টে গেছে উপজেলার দৃশ্যপট-মুগ্ধ ভালুকাবাসী ত্রিশালে উন্নয়ন কাজ পরিদর্শনসহ স্বেচ্ছায় র-ক্ত দান ওয়েবসাইট এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক বরিশাল বোর্ডে অকৃতকার্য ৩৬ হাজার পরীক্ষার্থী বরিশালে পাশের হার মেয়েরা এগিয়ে ফেনী জেলায় ব-ন্যা পরিস্থিতির অব-নতি; মোকা-বেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী কৃতিত্বে উজ্জ্বল আগামী সাংবাদিক পরিবারের তিন শিক্ষার্থীর সাফল্য পাইকগাছা পৌরসভা বিএনপি’র সম্মেলনে, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী – আহবায়ক মন্টু
আশুলিয়ায় দুই ছিন-তাইকারীকে গ্রেফ-তার ও দেশীয় অ-স্ত্র উদ্ধার!

আশুলিয়ায় দুই ছিন-তাইকারীকে গ্রেফ-তার ও দেশীয় অ-স্ত্র উদ্ধার!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় রিকশা থামিয়ে ধারালো অস্ত্রে মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মিন্টু প্রামানিক (৪৫) ও ইউসুফ আলী (৪২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে লুন্ঠিত মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।

শুক্রবার (২০ জুন ২০২৫ইং) বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।

পুলিশ জানায়, চলতি মাসের ১৬ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে রিকশা থামিয়ে ছন্দা আক্তার নামের এক নারী যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত চার দুর্বৃত্ত। এসময় ওই নারীর কাছ থেকে নগদ ১৫০০ টাকাসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে নিয়ে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু হলে পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হোন।

গ্রেফতারকৃত মিন্টু প্রামানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তাদের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ধারালো অস্ত্রে মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি রোডে সোহেল এর বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, তার প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে তিনি জানান। এরপর গত বৃহস্পতিবার দিনে দুপুরে তালা খুলে একই ভাবে জামগড়া হেয়ন গার্মেন্টস রোডে হাসান ভুঁইয়ার মুদিখানা দোকানে তালা খুলে প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD