July 18, 2025, 6:12 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সচেতন সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মানে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর তথ্য অফিস, পিআউডির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে রংপুর আঞ্চলিক তথ্য অফিসার ফরহাদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা, রুপাল মিয়া, সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব নুরুন্নবী প্রামাণিক সাজু, মোশাররফ হোসেন বুলু মোঃ আনিসুর রহমান আগুন, মিজানুর রহমান প্রমূখ। আলোচনা শেষে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য অফিসার ফরহাদ আহমেদ। এসময় সকল সাংবাদিক তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।