July 18, 2025, 10:43 am
হারুন অর রশিদ,
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছদনগর গ্রামে প্রবাসী আমীর উদ্দিনের বসতঘর লুটের অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে ছাতক পৌরশহরের মন্ডলীভোগ এলাকায় আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে প্রবাসীর বাড়ির কেয়ারটেকার শাহীন মিয়া ও ভুক্তভোগী পরিবারের জামাতা মোঃ আব্দুস ছোবহান বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
আব্দুস ছোবহান জানান, গত সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মোঃ নাজমুল ইসলাম, মোঃ কালা শাহ, মোঃ লোকমান আহমদ ওরফে পরাগসহ ১২-১৩ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। পরে বসতঘরের তালা ভেঙে প্রায় দেড় শ মন বোরো ধান, দুইটি ফ্রিজ, একটি টিভি, কাঠের আটটি পালং খাট, পানির পাম্প, দশটি সিলিং ফ্যান, কাপড়সহ নানা আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
কেয়ারটেকার শাহীন মিয়া সাংবাদিকদের জানান, হামলাকারীরা তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করে। ভয়ে তিনি কোনো প্রতিরোধ করতে পারেননি।
প্রবাসী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরেই এই লুটপাটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’