July 18, 2025, 3:05 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড এর দাবীতে গাইবান্ধাবাসীর মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ ঝালকাঠির নলছিটিতে তারেক রহমানকে নিয়ে কুরু-চিপূর্ণ বক্তব্যের প্রতি-বাদে বিক্ষো-ভ  সমাবেশ অনুষ্ঠিত দায়িত্বশীল ক-র্মীবাহিনী ছাড়া সমাজ পরি-বর্তনের সংগ্রাম সম্ভব ন-য় — সভাপতি মিজান খান বাবুগঞ্জে তিনটি ইটভাটায় অবৈ-ধ মাটি কাটায় জরি-মানা, অভি-যান চালাল উপজেলা প্রশাসন জাতীয় ফুল শাপলা, পাঠ্যবইয়ে আছে, গোদাগাড়ী থেকে বাস্তবে বিলু-প্তির পথে নেছারাবাদে অ-জ্ঞান পার্টির খ-প্পরে প-ড়ে একই পরিবারের চারজন হাস-পাতালে রায়গঞ্জ-তাড়াশের সাবেক এমপি মান্নান তালুকদারের ই-ন্তেকাল সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ১০০ জন ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ সলঙ্গায় জামায়াতের লিফলেট বিতরণ কুমিল্লায় জুলাই গনঅ-ভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত
নড়াইলের তুলারামপুরে বৃটিশ শাসনামলে নির্মান হয় দক্ষিনপাড়া জামে মসজিদ

নড়াইলের তুলারামপুরে বৃটিশ শাসনামলে নির্মান হয় দক্ষিনপাড়া জামে মসজিদ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

বৃটিশদের শাসনামলে নির্মিত হয় তুলারামপুর সরদারভিটা জামে মসজিদ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, তুলারমপুর ইউনিয়নের দ্বিতীয় পুরাতন মসজিদ এটি । এ আগে এ ইউনিয়নে তরফদার বাড়ি জামে মসজিদটি নির্মান হয় । যা শের শাহ শাসনামলে । তরফদার বাড়ি জামে মসজিদ নির্মানে অনুপ্রানিত হয়ে তুলারামপুর গ্রামের ধার্মিক ব্যক্তিত্ব দলিল উদ্দিন মোল্য ১৮৮৯ সালে ৪ শতক জমির উপর উপরে খড় ও চার পাশে মাটির ওয়াল করে ছোট পরিসরে এ মসজিদটি নির্মান হয় । পরবর্তীতে পাকিস্তান শাসনামলে স্থানীয় গ্রামবাসিদের সহযোগিতায় উপরে টিন এবং পাকা ওয়াল দিয়ে মসজিদটি সম্প্রসারণ করা হয় ।
এ সময় মসজিদটিতে ইমামসহ ২৭জন মুসল্লি নামায আদায় করতে পারতেন। তৎকালিন সময়ে জনবসতি কম থাকায় ২৭জন মুসল্লিকে শুক্রবার বাদে পাওয়া যেত না বলে এলাকার প্রবীনরা জানিয়েছেন। তারা আরো বলেছেন, ঘন বন জঙ্গলে ভরা এলাকাতে নির্মিত সে সময়কার মসজিদে মুসল্লিরা নামায আদায় করতে আসবেন এটা ভাবাই যেত না। পাকিস্তান শাসনামলে থেকে এ গ্রামে বসতি বাড়তে থাকে । বাড়তে থাকে মসজিদে এসে নামায আদায় করা মুসল্লিদের সংখ্যা । আবারও ২০০০ সালের দিক স্থাণীয় গ্রামবাসি মসজিদের প্রয়োজনীতা অনুভব করে সিদ্ধান্ত নেন মসজিদটি পূণঃনির্মানের জন্য । গ্রামবাসিদের সাহায্য-সহযোগিতায় ও পরে আরো ৩ শতক জমি বাড়িয়ে ৭শতক জমির উপর মসজিদটি একতলা ভবন নির্মান করা হয় ।
সর্বশেষ ২০১৮ সালের শুরুতে স্থাণীয় জনগন আবারও মসজিদটি দ্বিতল ভবন নির্মান কাজ করে । বর্তমানে মসজিদটির একতলার ফ্লোরে এবং বাইরের ওয়ালসহ বিভিন্ন স্থানে টাইলস স্থাপন করা হয়েছে । ইতিমধ্যে দ্বিতল ভবনের কাজ শুরু হয়েছে । মসজিদটি দ্বিতল ভবনের ওয়ালে চলছে টাইলস এর কাজ । মসজিদটির নির্মান কাজ শেষ এটি দর্শনীয় হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানান ।
তুলারামপুর দক্ষিনপাড়ার বাসিন্দা ব্যাংকার ইমদাদুল ইসলাম বলেন, আমাদের পুর্ব পুরুষ ছিলেন মসজিদ প্রতিষ্ঠাতা । মসজিদটি নির্মানের সময় এখানে অল্প জনবসতি ছিল । শুধু তাই নয় বর্ষা মৌসুমে পানিতে থৈথৈ করতো । এ কারনে উচু ভিটার উপর মসজিদটি নির্মান করা হয় । তিনি আরো বলেন মসজিদটি তুলারামপুর ইউনিয়নের দ্বিতীয় মসজিদ । মসজিদটির দ্বিতল ভবন নির্মান সম্পন্ন হলে ১’শ মুসল্লি এক সাথে নামায আদায় করতে পারবেন । বর্তমানে আমাদের ইউনিয়নে ৯টি মসজিদ নির্মান হলেও আমাদের মসজিদটি প্রতিষ্ঠাতা হয়ে বৃটিস শাসনামলে । আমার বাবা ও দাদা এ মসজিদে নামায আদায় করে গেছেন । আমি ও আমার সন্তান বর্তমানে নামায আদায় করছি । যা ভাগ্যের ব্যপার ।
তুলারামপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, আমাদের বাড়ির পাশেই এ মসজিদটি নির্মিত হওয়ার কারণে বিভিন্ন সময় এর উন্নয়নে স্থানীয়দের নিয়ে কাজ করে আসার সৌভাগ্য আমার হয়েছে । এর আগে আমার পিতা আব্দুর রাজ্জাক মোল্যাও এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন । তিনিও মসজিদ উন্নয়নে কাজ করেছেন । স্থানীয়দের সাহয্য সহনুভুতির মাধ্যমে মসজিদটির নির্মান কাজ শেষ করছি । মসজিদটি বাইরে ও ভিতরে টাইলস দিয়ে দর্মনীয় করে তোলার হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD